Tollywood: `পথের সিনেমা, পথ ভাঙার সিনেমা` , কলকাতার ফুটপাতেই মুক্তি পেল `মন পতঙ্গ`র ট্রেলার
Tollywood: `এই ছবিতে অসংখ্য মানুষ অভিনয় করেছেন যারা বাস্তবিক ভাবেই ফুটপাতে থাকেন। এই ছবি এমন অনেক মানুষের গল্প যারা দৈনন্দিন জীবনে ফুটপাতে বাঁচার লড়াই করে। আমরা তাই প্রথম থেকেই চেয়েছিলাম তাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠান করা হোক।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে মুক্তি পেল শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের দ্বিতীয় ফিচার ছবি 'মন পতঙ্গ- মাইন্ড ফ্লাইজ' ছবির অফিসিয়াল ট্রেলার। বেশ কিছুদিন আগে অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত ও অঞ্জন বসু নিবেদিত এই ছবির বড় পর্দায় শুভমুক্তির কথা ঘোষণা করা হয়েছে। বছর শেষে বড়দিনের ঠিক আগেই আগামী ১৩ ই ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।
আরও পড়ুন: Saurav Das: সেকেন্ডহ্যান্ড গাড়ি কিনে বিপাকে সৌরভ! ডিকি থেকে উদ্ধার বোমা...
অবশেষে ছবির অফিসিয়াল ট্রেলর মুক্তি পেল এক অভিনব অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কলকাতার লেনিন সরণির ব্যস্ততম ফুটপাতে পথের মানুষদের সঙ্গে নিয়ে তাদের হাত দিয়েই ছবির ট্রেলার উদঘাটন করলেন নির্মাতারা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ বাংলা ছবির সম্মান পাওয়ার পর একাধিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে রাজদীপ শর্মিষ্ঠার এই ছবি। শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে পেয়েছে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কারও। অরোরা ফিল্ম করপোরেশনের কর্ণধার ও ছবির প্রযোজক অঞ্জন বসু জানান, 'এই ছবিতে অসংখ্য মানুষ অভিনয় করেছেন যারা বাস্তবিক ভাবেই ফুটপাতে থাকেন। এই ছবি এমন অনেক মানুষের গল্প যারা দৈনন্দিন জীবনে ফুটপাতে বাঁচার লড়াই করে। আমরা তাই প্রথম থেকেই চেয়েছিলাম তাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠান করা হোক।' এছাড়াও তিনি বলেন, 'আমরা ছবির ট্যাগ লাইন হিসেবে একটা বিশেষ পঙক্তি ব্যবহার করছি- পথের সিনেমা, পথ ভাঙার সিনেমা। ঠিক যে সময় দাঁড়িয়ে বাংলা ছবি মানেই একটা কাঙ্খিত ও তথাকথিত রুচিশীল, শহুরে শ্রেণীকে বিনোদন প্রদানের পথ হয়ে দাঁড়িয়েছে, সেই সময় মন পতঙ্গ আমাদের আশেপাশে থাকা পথে পথে ঘর বাঁধা মানুষের গল্প দিয়ে বাংলা ছবির এই সুবিধাবাদী, একপেশে পথটা ভাঙতে পারবে বলেই আশা রাখি । ছবির সাফল্য নিয়ে আশাবাদী ভীষণ ভাবেই ।'
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত, নবাগত শুভংকর মোহান্তা ও বৈশাখী রায়, অমিত সাহা, তন্নিষ্ঠা বিশ্বাস, জনার্দন ঘোষ, ত্রীবিক্রম ঘোষ, অনিন্দিতা ঘোষ, অনিন্দ্য রায় প্রমুখ। এছাড়াও অনেক পথবাসী মানুষ, পথশিশুরাও এই ছবির অন্যতম অংশ। পরিচালক জুটির কথায়, ' কলকাতার হৃদস্পন্দনে অনুরণিত যে আকাশ ছোঁয়ার বাসনা, যা একজন ফুটপাথবাসী থেকে একজন কোটিপতি সকলকে অস্থির করে রাখে, কখনও অনৈতিক করে তোলে, কখনও সুবিধাভোগী, কখনও বা হিংস্র করে তোলে, সেই জ্বলন্ত কামনার প্রতিচ্ছবি আমাদের এই ছবি।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)