জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা সুনীল শেট্টি গুরুতর আহত, নতুন ওয়েব শো হান্টারের শ্যুটিং করতে গিয়ে চোট পান তিনি, শ্যুটিং চলছিল মুম্বইয়ে। স্টান্ট হিরো সুনীল শেট্টি এক সিনের অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়েই এই ঘটনা ঘটে, যেখানে আরও চার থেকে পাঁচজন স্টান্ট পারফর্মার ছিল। একটি অ্যাকশন সিনে কাঠের লগ ব্যবহার করা হয়েছিল, কিন্তু কোনওভাবে কাঠের লগটি ঘোরানোতে ভুল হয়ে যায় এবং সুনীল শেট্টির পাঁজরে আঘাত লাগে, এতে প্রচন্ড ব্যথা পায় অভিনেতা।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Sushant Singh Rajput | Somy Ali: 'সুশান্তকে খুন করা হয়েছে...'! বিস্ফোরক দাবি সলমানের প্রাক্তন সোমির
সঙ্গে সঙ্গে শ্যুটিং বন্ধ করে অভিনেতাকে চিকিত্সা করানোর জন্য নিয়ে যাওয়া হয়, শ্যুটিং স্পটেই ডাকা হয় চিকিত্সক, আনা হয় এক্স-রে। তবে স্বস্তি এই যে এক্স-রে করার পর জানা যায় যে পাঁজরে কোনও ফ্র্যাকচার হয়নি বা ইন্টারনাল ক্ষতি হয়নি। তবে এই ঘটনার পরে সুনীল শেট্টি তাঁর ভক্তদের উদ্দেশ্যে পোস্ট করেন 'সেরকম গুরুতর আঘাত পাইনি, আমি ঠিক আছি এবং পরবর্তী শটের জন্য রেডি।...'




আরও পড়ুন, Ranbir Kapoor: মেয়ের জন্মদিনে 'ডবল' ধামাকা! দুই পর্ব নিয়ে পর্দা কাঁপাবে রণবীরের রামায়ণ...
শেট্টি, যিনি নিজেই নিজের পরিচয় বানান একজন স্টান্ট হিরো হিসেবে এবং তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁর কাজ করে থাকেন, তবে এই দুর্ভাগ্যজনক ঘটনার পর সিনেমার কাস্ট এবং ক্রিউকে আরও সচেতন হয়ে কাজ করা উচিত বলে মনে করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)