নিজস্ব প্রতিবেদন : টলিপাড়ায় দলবদল চলছেই। কেউ তৃণমূলে তো কেউ যাচ্ছেন বিজেপিতে। গত ১৭ ফেব্রুয়ারি সকলকে চমকে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন নুসরত জাহান ঘনিষ্ঠ যশ। তৃণমূল সাংসদ, অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে বৈকি। যদিও এবিষয়ে নুসরত একেবারেই চুপ। তবে টলিপাড়ায় দলবদলের হিড়িক নিয়ে শুক্রবার অবশেষে মুখ খুললেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী বললেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী ?


নুসরতের কথায়, ''টলিউডের আমিও সদস্য, কিন্তু আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ। অমি শুধু নিজের দল নিয়েই কথা বলতে পারি। যাঁরা যাচ্ছে, তাঁরা যাক। আমরা নিজেদের কর্তব্য, আনুগত্য পালন করছি। যাঁরা দিদিকে ভালোবাসে, তাঁরা চিরকাল দিদির জন্য দাঁড়াবে।'' যদিও বন্ধু যশ দাশগুপ্তের বিজেপিতে যোগদান প্রসঙ্গে এদিনও আলাদা করে কিছু বলেননি নুসরত। যদিও যশ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। 


আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে আক্রমণ, Dilip Ghosh-কে কড়া জবাব Nusrat-র




আরও পড়ুন-BJP-তে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ চাইলেন যশ


শুক্রবার, বসির কলেজের গভর্নিং বডির সভাপতি হয়ে সেখানে যান নুসরত জাহান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বসিরহাট কলেজের উন্নয়নের কথা বলেন, কলেজে অডিটরিয়াম গড়ার কথাও বলেন নুসরত। পাশাপাশি, বসিরহাট পুরাতন বাজারে বস্ত্র ব্যাবসায়ীদের একটি কমিউনিটি হল উদ্বোধন করেন তিনি।