Urfi Javed, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : নিত্যদিনই শিরোনামে থাকেন উর্ফি জাভেদ। তাঁর ফ্যাশান সেন্স নিয়ে কেউ সমালোচনা করুক, সেটাও তাঁর 'না পসন্দ'। সম্প্রতি, তাঁকে নিয়ে অভিনেতা সুধাংশু পাণ্ডের মন্তব্যের সপাট জবাব দিলেন উর্ফি। সুধাংশুর উদ্দেশ্যে উর্ফির কটাক্ষ 'ধারাবাহিকে ডায়ালগ পাচ্ছে না, তাই উনি আমার নাম ভাঙিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন।' সুধাংশুর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে উর্ফি বলেন, 'ইন্ডাস্ট্রিতে পুরুষ যৌন শিকারীদের বিরুদ্ধে গিয়ে তিনি কেন কিছু বলেন না?'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী ঘটেছে?


সম্প্রতি উন্মুক্ত বুকে দিওয়ালির লাড্ডু খাওয়ার ভিডিয়ো পোস্ট করেছিলেন উর্ফি জাভেদ। যেটা নিয়ে ট্রোল হতে হয় উর্ফিকে। এমন উর্ফির এমন কাজে তীব্র নিন্দা করেছিলেন 'অনুপমা' ধারাবাহিক খ্যাত অভিনেতা। উর্ফির ভিডিয়ো নিয়ে নিজের ইনস্টাপোস্টে সুধাংশু লিখেছিলেন, 'দীপাবলির মতো শুভ উৎসব নিয়ে উর্ফি উপহাস্য করছেন। ' যদিও সুধাংশু পরে সেই পোস্ট মুছে দেন। সুধাংশু পরে বলেন, 'আমি ওই ব্যক্তিকে অনুসরণ করি না, তারপরেও কেন আমাকে এই জঘন্য দৃশ্য দেখতে হবে।' এরপরই সুধাংশুকে পাল্টা আক্রমণ করে উর্ফি বলেন, 'নিচের চরকায় তেল দিন।'


আরও পড়ুন-স্বামীর সঙ্গে সম্পর্কে ঢুকে পড়েছে 'তৃতীয়' কেউ, হাতেনাতে ধরলেন সুদীপ্তা!



সুধাংশুকে উত্তর দিতে সম্প্রতি নিজের ইনস্টাস্টোরিতে উর্ফি লিখেছেন, 'বিড়ম্বনা! অনুপমা এমন একটি ধারাবাহিক যেটি নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলে। যেখানে একজন নারী সমাজের সব বাধা ছিন্নবিচ্ছন্ন করে দিচ্ছেন। সুধাংশু আপনি আপনার নিজের শো কেন দেখছেন না? ওখান থেকে কিছু শিখতে তো পারেন।"


আরও পড়ুন-হাতে রক্তমাখা গ্লাভস, দাঁতের পাটি নিয়ে কেন ঘুরছেন কার্তিক আরিয়ান!



এখানেই শেষ নয়, সুধাংশুকে আক্রমণ উর্ফি করে বলেন, 'নিজের ধারাবাহিকে ডায়ালগ মিলছে না, তো ভাবলেন উর্ফি নিয়ে কথা বলে একটু প্রচারের আলো পাবেন।' সুধাংশুর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে উর্ফি জাভেদ বলেন, 'ইন্ডাস্ট্রিতে পুরুষ যৌন শিকারীদের বিরুদ্ধে গিয়ে তিনি কেন কিছু বলেন না?'


এদিকে সম্প্রতি পোশাকের কারণেই উর্ফির বিরুদ্ধে উর্ফির বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, উর্ফি অভিনীত 'হায় হায় ইয়ে মজবুরি' গানটি 'অশ্লীলতার দায়ে দুষ্ট'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)