নিজস্ব প্রতিবেদন: পুরীর মন্দিরে পুজো দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার, সকালে তাঁকে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য তাঁকে ঢুকতে দেখা যায়। এদিন মন্দিরে ঢোকার সময় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ঘিরে ছিলেন মন্দিরের পুরোহিতরা। ছিলেন মন্দিরের মুখ্য দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার সময় মন্দির কর্তৃপক্ষ তাঁকে সমস্ত রকম সহায়তা করেছেন বলে জানান অভিনেতা। তিনি অসুস্থ তাই এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।  সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে শুধু এটুকুই বলেন, ''মানত ছিল সেকারণেই পুজো দিতে এসেছেন।''





এদিন 'মিঠুন দা'-কে একবার দেখ জন্য মন্দিরের সামনে উপচে পড়ে ভিড়। তবে শুধু জগন্নাথ মন্দিরেই নয়, সংলগ্ন বিমলাদেবী মন্দির, মহাদেবের মন্দির, সরস্বতী ও লক্ষ্মী মন্দিরেও পুজো দিতে দেখা যায় অভিনেতাকে। সূত্রের খবর বুধবার রাতেই পুরী শহরে পৌঁছছিলেন অভিনেতা বৃহস্পতিবার সকালে পুজো দিয়ে ওই দিন দুপুরে ফের মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। জানা যাচ্ছে মন্দিরে পূজো দেওয়ার পর ব্রহ্মাণ ভোজনের আয়োজনও করেন অভিনেতা। 


প্রসঙ্গত, কয়েকদিন আগে তারাপীঠের মন্দিরেও পুজো দিতে পৌঁছেছিলেন অভিনেতা।