নিজস্ব প্রতিবেদন : মারাঠি চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা রবি পটবর্ধন। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মারাঠি ছবির দুনিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেতার পরিবার সূত্রে খবর, শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী, দুই ছেলে ও নাতি নাতনি বর্তমান রয়েছেন। রবি পটবর্ধনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ''আমরা এমন একজন অভিনেতাকে হারালাম যিনি তাঁর অভিনীত প্রত্যেকটি চরিত্রকে স্মরণীয় করে তুলেছিলেন। সিনেমা, টেলিভিশন জগতে কাজের ক্ষেত্রে একটি মাইলস্টোন তৈরি করে গিয়েছেন। পরবর্তী প্রজন্ম তাঁর কাজ নিশ্চয়ই মনে রাখবে। ওঁর চলে যাওয়া সিনেমা ও থিয়েটার জগতের কাছে অপূরণীয় ক্ষতি।''


আরও পড়ুন-প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়



মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ লেখেন, ''রবি পটবর্ধন এমন একজন অভিনেতা যিনি নাটক, টিভি সিরিজ এবং মারাঠি ও হিন্দি সিনেমায় খ্যাতি অর্জন করেছেন। থিয়েটারের জগতে তিনি অনেক কাজ করে গিয়েছেন। আমি তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।''


তবে শুধু মারাঠি ছবি নয়, হিন্দি ছবিতেও অভিনয় করেছেন রবি পটবর্ধন। পাশাপাশি মঞ্চ ও ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। মোট ২০০টি ছবি এবং ১৫০টি নাটকে অভিনয় করেন অভিনেতা। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে অন্যতম 'তেজাব'। এছাড়া 'ঝাঞ্ঝর', 'যশবন্ত' 'বন্ড'-এর মতো ছবিতেও অভিনয় করেছেন পটবর্ধন। একটি মরাঠি ধারাবাহিকে তিনি শেষবার দেখ যায়।


আরও পড়ুন-শেষযাত্রায় অভিনেতা মনু মুখোপাধ্যায়