জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'দো অউর দো প্যায়ার' মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রকাশ্যে এনেছেন তিনি যে ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন, সেটা পুরুষ অভিনেতাদের মোটেও পছন্দ ছিল না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরুষ অভিনেতাদের তুলনায় নারী-কেন্দ্রিক ছবিগুলি ঠিক কতটা বেশি টানটান, সেই নিয়ে বিদ্যা মুখ খোলেন। অভিনেত্রী বলেন, 'আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি না যে বিদ্যা বালান ফিল্ম বা মহিলা পরিচালিত ছবিতে তাঁরা কাজ করতে চাইবে। এটা তাদের ক্ষতি কারণ আমরা তাদের চেয়ে বেশি ভালো ছবি করছি। আমার সেটাই মনে হয়। তারা বেশিরভাগ ফর্মুলা-ভিত্তিক ছবি বানাচ্ছে। অন্যদিকে নারী পরিচালিত ছবিগুলি বেশি টানটান।'


আরও পড়ুন:Salman Khan: সলমানের বাড়ির সামনে এলোপাথাড়ি গুলি! ভিডিয়ো বার্তায় ভাইজান জানালেন...


বিদ্যা আরও বলেন, 'পুরুষ তারকারা মহিলা কেন্দ্রিক ছবি নিয়ে অস্বস্তি বোধ করেন। কোনও অভিনেত্রী যদি আকর্ষণের কেন্দ্রে থাকে তাহলে পুরুষ অভিনেতারা সেটা মেনে নেবে বলে আমার মনে হয় না। কিন্তু এটা নিয়ে আমার মন খারাপ হয় না। আমি মনে মনে ভাবছিলাম যদি তারা হুমকি দেয়, আমি কি করতে পারি?'


বলিউডে ইন্ডাস্ট্রিতে বিদ্যা কয়েক দশক ধরে কাজ করে চলেছেন। একাধিক হিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়ে এসেছেন। অভিনেত্রী অনেক নারী-কেন্দ্রিক ছবিও পরিচালনা করেছেন যা সমালোচনার পাশাপাশি বাণিজ্যিক সাফল্যও পেয়েছে। এর মধ্যে কয়েকটি ছবির মধ্যে রয়েছে- ইশকিয়া, নো ওয়ান কিলড জেসিকা, দ্য ডার্টি পিকচার, কাহানি, তুমহারি সুলু, শেরনি এবং জলসা। দ্য ডার্টি পিকচারের জন্য বিদ্যা সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কারও জিতেছেন।


আরও পড়ুন:Firing Near Salman Khan House: সলমানের বাড়ির সামনে চলল গুলি, তীব্র চাঞ্চল্য!


অন্যদিকে, বিদ্যার  'দো অউর দো প্যায়ার'  মুক্তির অপেক্ষায়। এই ছবিতে তাঁকে প্রতীক গান্ধীর সঙ্গে দেখা যাবে। এছাড়াও ইলিয়ানাও এই ছবির একজন এমন চরিত্র, যার বিশেষ ভূমিকা মুগ্ধ করবে সকলকে। ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। এটি একটি কমেডিতে ভরপুর রোম্যান্টিক ছবি। এছাড়াও আনিস বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া থ্রি'তে অভিনয় করেছেন বিদ্যা। সেখানে রয়েছেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। এটা এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি যেটা বাজমি তৈরি করছেন।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)