Firing Near Salman Khan House: সলমানের বাড়ির সামনে চলল গুলি, তীব্র চাঞ্চল্য!
মুম্বই পুলিসের অপরাধ দমন শাখা ঘটনার তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন দুই বাইকারকে খুঁজে বের করতে বিষয়টি খতিয়ে দেখছে। ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে, এবং বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করছেন যা মামলার জন্য উপকারী হতে পারে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি অভূতপূর্ব ঘটনার সাক্ষী রইল মুম্বই। মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। খবরে বলা হয়েছে, রবিবার ভোর ৫টায় সলমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানা গিয়েছে।
জানা গিয়েছে যে এই গুলি চালানোর ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন: Jaya Ahsan: তাঁত আর তাঁতিদের মন নিয়ে বিপ্লব কোক স্টুিডয়োয়, সুতোর গানে জয়া...
মুম্বই পুলিসের অপরাধ দমন শাখা ঘটনার তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন দুই বাইকারকে খুঁজে বের করতে বিষয়টি খতিয়ে দেখছে। ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে, এবং বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করছেন যা মামলার জন্য উপকারী হতে পারে।
সংবাদ সংস্থা এএনআই সলমানের বাড়ির বাইরের কয়েকটি ফুটেজ শেয়ার করেছে। ক্লিপটিতে একজন তদন্তকারীকে দেওয়ালে বন্দুকের গুলি চিহ্নিত করতে দেখা গিয়েছে।
#WATCH | Mumbai, Maharashtra: Visuals from outside actor Salman Khan's residence in Bandra where two unidentified men opened fire this morning.
Police and forensic team present on the spot. pic.twitter.com/5vMmoXbI22
— ANI (@ANI) April 14, 2024
ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সলমানকে দুই বছরেরও বেশি সময় ধরে একাধিক মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ২০২২ সালের জুনে, তাঁর বাবা গীতিকার সেলিম খান একটি হুমকি চিঠি পান।
আরও পড়ুন: Vidya Balan: 'ইন্ডাস্ট্রি কারোর বাপের নয়...!'
জানা গিয়েছে, ৮৭ বছরের সেলিম খানকে এবং তাঁর ছেলে সলমানকে পাঠানো হুমকি চিঠিটি সকাল ৭.৩০টা নাগাদ একটি সমুদ্র সৈকতে দেওয়া হয়েছিল যেখানে তিনি সাধারণত জগিং করার পরে বিশ্রাম নেন।
দুই গ্যাংস্টার গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমান। দু’জনেই ১৯৯৮ সালে রাজস্থানে বলিউড ফিল্ম হাম সাথ সাথ হ্যায়-এর শুটিংয়ের সময় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করার জন্য সলমানকে হত্যা করার দাবি করেছিলেন। কৃষ্ণসার হরিণ শিকার বিষ্ণোই সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছিল যারা এই প্রাণীটিকে পবিত্র বলে মনে করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)