নিজস্ব প্রতিবেদন : শেষ পর্যন্ত বাবার দেখানো রাস্তাকেই আপন করে নিলেন বিনোদ খান্নার ছোট ছেলে সাক্ষী খান্না! ওসো অনুগামী হিসেবে নিজের নাম নথিভুক্ত করে ফেললেন বলিউড অভিনেতার ছোট ছেলে।
স্পটবয়-এর খবর অনুযায়ী, জীবনধারনের জন্য শেষ পর্যন্ত ধর্মীয় পথ অবলম্বন করলেন বিনোদ খান্না এবং তাঁর দ্বিতীয় স্ত্রী কবিতা খান্নার ছেলে সাক্ষী খান্না। বাবার মতোই বলিউডের খাতার নিজের নাম লিখিয়েও শেষ পর্যন্ত সেখান থেকে সরে যেতে শুরু করলেন সাক্ষী। প্রসঙ্গত, মিলন লুথরিয়ার একটি সিনেমা দিয়েই বলিউডে পা রাখেন সাক্ষী খান্না। কিন্তু বলিউডে তাঁর দৌঁড় বেশিক্ষণ স্থায়ী হল না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ভালবেসেছেন অনেক, অজয় দেবগণের জন্যই কি বিয়ের পিঁড়িতে বসেননি তব্বু?
১৯৮৭ সালে ইনসাফের পর ক্রমাগত বলিউড ছাড়তে শুরু করেন বিনোদ খান্না। ইনসাফ মুক্তি পাওয়ার পর ওসো অনুগামী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন বিনোদ খান্না। ওই সময় ভারত ছেড়ে বিদেশে চলে যান বলিউড অভিনেতা। বেশ কয়েক বছর ওসো অনুগামী হিসেবে আশ্রমের জীবন কাটানোর পর শেষে ফের ভারতে ফেরেন বিনোদ খান্না। ওই সময় বিনোদ খান্নার প্রথম স্ত্রী গীতাঞ্জলির সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। গীতাঞ্জলির সঙ্গে বিচ্ছেদের পর কবিতাকে বিয়ে করেন বিনোদ খান্না।



প্রসঙ্গত, সলমন খানের দাবাং-এ শেষবারের মতো দেখা যায় বিনোদ খান্নাকে।