নিজস্ব প্রতিবেদন : ইতালিতে ইতিমধ্যেই অনুষ্কার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বিরাট কোহলি। মালাবদলের পর এখন অপেক্ষা শুধু বিরুষ্কার মুম্বইতে ফিরে আসার। সেলিব্রিটি দম্পতির গায়ে হলুদ, মেহেন্দি, সাতফেরার ছবি তো দেখেছেন, কিন্তু জানেন কি অনুষ্কার জন্য ‘এনগেজমেন্ট রিং’ খুঁজতে গিয়ে কতটা ঝক্কি পোহাতে হয়েছে বিরাটকে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বিরাট-অনুষ্কার 'ইউরোপিয়ান' বিয়ের খাবারের মেনুতে কি কি ছিল জানেন?


সূত্র বলছে, ‘লেডিলাভ’-এর এনগেজমেন্ট রিং-এর ক্ষেত্রে একটু অভিনবত্বের ছোঁয়া দিতে চেয়েছিলেন বিরাট। আর সেই কারণেই প্রায় ৩ মাস ধরে দেশ, বিদেশের বাজারে ওই আঙটি খুঁজতে শুরু করেন ভারতীয় স্কিপার। প্রায় ৩ মাস ধরে আঙটি খোঁজার পর অবশেষে অস্ট্রিয়া থেকে অনুষ্কার জন্য একটি আংটি নিয়ে আসেন বিরাট কোহলি। শোনা যাচ্ছে, অনুষ্কার ওই আংটির দাম নাকি ১ কোটি। অস্ট্রিয়ার এক বিশেষ ডিজাইনারের কাছ থেকে বিশেষ একটি হিরে দিয়েই নাকি ওই আংটি তৈরি করিয়েছেন বিরাট কোহলি।


দেখুন বিরাট-অনুষ্কার এনগেজমেন্ট-এর সেই ভিডিও..