নিজস্ব প্রতিবেদন: মুক্তির পর থেকে বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) যেন বিতর্কের কেন্দ্র বিন্দুতে রয়েছে। তেমনই একের পর এক রেকর্ডও করে চলেছে ছবিটি। এবার 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)-এর মুকুটে যুক্ত হল নয়া পালক। অতিমারিতে মুক্তি পাওয়া ছবিগুলো মধ্যে সবচেয়ে বেশি টাকা রোজগারের রেকর্ড গড়ল ছবিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১১ মার্চ সিনেমা হলে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। এরপর থেকে বিতর্ক যেন এর পিছু ছাড়েনি। উত্তাল হয়ে ওঠে দেশ। একদিকে কঙ্গনা রানাওয়াত, আমির খান, পরেশ রাওয়ালের মতো সেলেবরা যেমন ছবিটির প্রশংসা করেছেন। তেমনই সমালোচনাও করেছেন একাংশ। এই পরিস্থিতিতে নয়া রেকর্ড গড়ল ছবিটি। বৃহস্পতিবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) টুইট করে জানান, অতিমারিতে মুক্তি পাওয়া ছবিগুলো মধ্যে সবচেয়ে বেশি টাকা রোজগারের রেকর্ড গড়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। অক্ষয় কুমারের 'সূর্যবংশী' (Sooryavanshi) ছবিটির রেকর্ড ভেঙে দিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। বৃহস্পতিবার পর্যন্ত ২০০ কোটিরও বেশি টাকা রোজগার করেছে ছবিটি। 


ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh)-এর টুইট থেকে জানা গিয়েছে চলতি সপ্তাহে (দ্বিতীয় সপ্তাহ) শুক্রবার ১৯.১৫ কোটি, শনিবার ২৪.৮০ কোটি, রবিবার ২৬.২০ কোটি, সোমবার ১২.৪০ কোটি, মঙ্গলবার ১০.২৫ কোটি এবং বুধবার ১০.০৩ কোটি টাকা রোজগার করেছে  'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। 



১৯৯০-তে কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া 'গণহত্যা'কে কেন্দ্র করে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবিটি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ছবিটিতে অভিনয় করেছেন, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো অভিনেতারা। ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)।  


আরও পড়ুন: Abhishek Chatterjee Death: বুধবার ছিলেন ফ্লোরে, এরপর কী ঘটল যে রাতে বাড়িতেই মৃত্যু হল অভিষেক চট্টোপাধ্যায়ের?


আরও পড়ুন: Abhishek Chatterjee Death: অভিষেকের সঙ্গে শুটিং ফ্লোরে ছিলেন Rupankar ও Jeetu kamal, আচমকা কী হয়েছিল নায়কের?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)