নিজস্ব প্রতিবেদন : মাদক মামলায় (সান্ডালহুড ড্রাগ কেস) গ্রেফতার করা হল বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভাকে। সোমবার রাতে চেন্নাই থেকে গ্রেফতার করা হয় বলিউড অভিনেতার শ্য়ালককে। বেঙ্গালুরুর পুলিস কমিশনার (যুগ্ম) সন্দীপ পাটিল জানান, গত ৪ মাস ধরে আদিত্য আলভার কোনও খোঁজ মিলছিল না। চার মাস ধরে একটানা তল্লাসি চালানোর পর অবেশেষে পুলিসের জালে ধরা পড়েন আদিত্য আলভা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জনতা পার্টির নেতা জীবরাজ আলভার ছেলে আদিত্য আলভাকে বেশ কয়েকদিন ধরেই পুলিস খুঁজতে শুরু করে। সান্ডালহুড মাদক মামলায় আদিত্যর নাম উঠে আসার পরই তাঁর খোঁজে জোরদার তল্লাসি শুরু করে পুলিস। এমনকী, আদিত্যর খোঁজে অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতেও চালানো হয় তল্লাসি। সেখানেও তাঁর খোঁজ মেলেনি। অবশেষে চেন্নাই এবং মহাবলিপুরমের বেশ কয়েকটি জায়গা থেকে আদিত্যর খোঁজ মিলতে শুরু করে। এরপরই চেন্নাই এবং মহাবলীপুরম সংলগ্ন একটি রিসর্ট থেকে আদিত্য আলভাকে গ্রেফতার করে সিসিবি।


আরও পড়ুন : স্ট্যান্ডআপ কমেডিয়ান দীপাংশুর বিরুদ্ধে মারধর, হেনস্থার অভিযোগ


বেঙ্গালুুরুর হেব্বালে আদিত্য আলভার যে বাগান বাড়ি রয়েছে, সেখানেই প্রায় নিয়মিত মাদক পার্টির আয়োজন করা হত বলে অভিযোগ। বীরেন খান্না নামে এক ব্যক্তির সঙ্গে যৌথ উদ্যোগে আদিত্য় আলভা তাঁর বাড়িতে প্রায়শই মাদক পার্টির আয়োজন করতেন বলে অভিযোগ। যেখানে হাই প্রোফাইল অতিথিরা হাজির হতেন। যার খোঁজ পাওয়ার পর থেকেই বিবেক ওবেরয়ের শ্যালকের খোঁজে শুরু হয় জোরদার তল্লাসি।


আরও পড়ুন : অনুষ্কার কোলে নবজাতক, ভাইরাল বিরাট-কন্যার ছবি?


প্রসঙ্গত ২০২০ সালের ১৫ অক্টোবর আদিত্য আলভার খোঁজে তল্লাসি চালানো হয় বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতে। যদিও বিবেক ওবেরয় এবং তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা আলভা স্পষ্ট জনিয়ে দেন, আদিত্যর কোনও খোঁজ তাঁরা জানেন না।