নিজস্ব প্রতিবেদন: পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। পুজোর আগে মহালয়ার দিন আগমণীর সুরে শুরু হয়ে যায় বাঙালির শারোদ উতসব। তাই প্রত্যেক বছরের মতো এবারও মহালয়া দেখার জন্য বাঙালির মধ্যে উতসাহ বাড়তে শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



আগামী ২৮ সেপ্টম্বর ভোর ৫টায় জি বাংলায় দেখা যাবে মহালয়া। এবার জি বাংলার মহালয়ার দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। পাশাপাশি দেখা যাবে দিতিপ্রিয়া রায়, উষসী রায়, মানালি দে, রোশনি ভট্টাচার্যদের।


 




জি বাংলার মহালয়ায় এবার '১২ মাসে ১২ রূপে দেবীবরণ' দেখা যাবে। যেখানে বৈশাখে গন্ধেশ্বরী, জৈষ্ঠ্যে ফরহারিণী, আষাঢে কামাক্ষা, শ্রাবণে শাকম্ভরী, ভাদ্রে পার্বতী, আশ্বিনে দুর্গারূপে দেখা যাবে । যুগে যুগে পাপের বিনাশ করতে মহিষাসুর মর্দিনীরূপে হাজির হন মা দুর্গা। এবার সেই ১২ মাসে ১২ রূপেই দেবীবরণ দেখা যাবে জি বাংলার পর্দায়।