নিজস্ব প্রতিবেদন: ঘরে কী রং করাবেন সেকথা প্রেমিকা আলিয়া নন, প্রাক্তন দীপিকাকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নিচ্ছেন রণবীর কাপুর। আবার বাড়িতে রঙের কাজ শেষ হওয়ার পর দীপিকা আবার রণবীরের বাড়িতে গিয়ে তা দেখতেও গেলেন, একসঙ্গে সোফায় বসে কফি খেতে খেতে চলল গল্প-গুজব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভাবছেন তো ব্যাপারটি কী?


আলিয়াকে বাদ দিয়ে ফের কি তবে 'প্রাক্তন' দীপিকার দিকে ঝুঁছেন রণবীর কাপুর? আজ্ঞে না, বিষয়টা এক্কেবারেই তা নয়। এই পুরো ঘটনাটাই ঘটেছে রিল লাইফে, রিয়েল এক্কেবারেই নয়। একটি সংস্থার রঙের বিজ্ঞাপনে দেখা গেছে রণবীর কাপুর ও তাঁর প্রাক্তন দীপিকা পাড়ুকোনের এই রসায়ন। বাস্তবে না হোক, অন্তত বিজ্ঞাপনের জন্যও তাঁদের এভাবে দেখে খুশি ভক্তরা। দেখুন...


আরও পড়ুন-মত্ত অবস্থায় অত্যাচার করেন স্বামী, অভিযোগ অমিতাভের 'বাগবান'এর পুত্রবধূর



আরও পড়ুন-জন্মদিনে ছোট্ট জাহ্নবীর ছবি শেয়ার করলেন সোনম কাপুর


রণবীর সিংয়ের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়ার পর এটাই প্রথমবার প্রাক্তন রণবীর কাপুরের সঙ্গে দেখা গেল দিপ্পিকে। একটা কথা হয়ত অনেকেরই জানতে ইচ্ছা করে, দিপ্পি যখন রণবীর কাপুরের সঙ্গে কাজ করেন তখন কি রণবীর সিংয় কোনওভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এর জবাবও দিয়েছেন রণবীর সিং। তাঁর স্পষ্ট জবাব, '' আমি এক্কেবারেই নিরাপত্তাহীনতায় ভুগি না, কারণ আমি কী এবং কেমন আমি তা খুব ভালো করে জানি। আর আমি দীপিকাকে যেভাবে ভালোবাসি, সেভাবে আর কেউ কখনও বাসবে না, সেটাও আমি নিশ্চিত।''


প্রসঙ্গত, রণবীর কাপুর আপাতত তাঁর আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ব্যস্ত। আর দীপিকাকে দেখা যাবে মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে।


আরও পড়ুন-প্রকাশ্যে 'গেম অফ থ্রোনস'এর শেষ সিজিনের ট্রেলার