নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে বারাকপুরে প্রশাসনিক ভবনের সামনে চরম উত্তেজনা। তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিস লাঠিচার্জ করে। গুলি চলে বলেও খবর। ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিস। রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার বারাকপুরে প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তৃণমূলের তারকাপ্রার্থী রাজ চক্রবর্তী সহ অন্যান্যরা। অন্যদিকে, মনোনয়ন জমা দিতে যান শুভ্রাংশু রায় সহ বিজেপির অন্যান্য প্রার্থীরা। জানা যাচ্ছে, প্রার্থীদের সঙ্গে দুই দলের কর্মীরাও প্রশাসনিক ভবনের সামনে এসে জমায়েত করেন। দুই পক্ষের কর্মী সমর্থকদের কেউ জয় শ্রীরাম ধ্বনি, কেউ আবার জয় বাংলা ধ্বনিতে আওয়াজ তুলতে শুরু করেন। ঘটনা ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। পুলিস লাঠিচার্জ করে। ১ রাউন্ড গুলিও চলে বলে খবর। ১টি ওয়ান শট গান উদ্বার করেছে পুলিস। গ্রেফতার হয়েছেন ১ জন।



এদিকে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীদের সঙ্গে কতজন থাকতে পারবেন তা আগে থেকেই কমিশনের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তারপরেও কীভাবে এত লোকজনের জমায়েত হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত এদিনই স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান বারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী। তাঁদের দেখতেও এদিন রাস্তায় মানুষের ভিড় ছিল।