নিজস্ব প্রতিবেদন : ওঁরা বহিরাগত। রাজ চক্রবর্তী (Raj Chakraborty), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee), সায়নী ঘোষ (Saayoni Ghosh)-এর মতো তারকাদের প্রার্থী করায় ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলেরই একাংশ। রাজ চক্রবর্তীর বিরুদ্ধে Zee ২৪ ঘণ্টার ক্যামেরার সামনেই মুখ খুলেছেন বারাকপুরের পুর প্রশাসক উত্তম দাস। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কী বলছেন রাজ? তাঁর সাফ কথা ''ভালোবাসা দিয়ে ক্ষোভ মিটিয়ে নেব, চিন্তা নেই।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zee ২৪ ঘণ্টাকে ফোনে রাজ (Raj Chakraborty) বলেন, '' উত্তমদা ঠিকই বলেছেন। উনি আমাকে চেনেন না। তাই আমার সম্পর্কে ওঁর ধারনা না থাকাটাই স্বাভাবিক। আমার মনে হয়, তৃণমূল সুপ্রিমো কিছু ভেবেই সবকিছু ঠিক করেছেন। আমরা গ্রাউন্ড লেবেলে গিয়ে সবার সঙ্গে কথা বলব। উত্তমদার সঙ্গেও কথা বলব। যাঁরা মনোক্ষুন্ন হয়েছেন, তাঁদের সকলের সঙ্গে কথা বলে একসঙ্গে মাঠে নামব। এগুলো প্রাথমিকভাবে হতেই পারে। খুব স্বাভাবিক। ওঁর জায়গায় আমি থাকলেও হয়ত তাই হত। এগুলো নিয়ে এতকিছু ভাবার কিছু নেই। মানুষ কী ভাবছেন, মানুষ কীভাবে দেখছেন, সেটাই বিষয়। আমরা তো মানুষের জন্য কাজ করব। মানুষ যদি ভাবেন, আমি ওঁদের জন্য কাজ করব, তাহলে ভোট দেবেন। আর যদি ভাবেন কাজ করব না, তাহলেও মানুষের মন জয় করতে হবে। দেখাই যাক না। রাজ আরও জানান, আমি আগামিকাল (রবিবার) ওখানে যাব। আপনারা দেখতেই পাবেন, আমি মানুষের জন্য প্রচার করছি। আর সকলের সঙ্গে মিলে প্রচার করছি।


আরও পড়ুন-কাটল সুর, Raj, Saayoni-সহ তারকা প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের একাংশে


'বহিরাগত' অভিযোগে রাজ (Raj Chakraborty) বলেন, ''আমি কিন্তু বহিরাগত নই। আমার ওখানে বাড়ি। আর আমরা সবাই বাংলার মানুষ, বাংলার জন্যই ভাবি, বাংলার জন্যই কাজ করব। আমি বাংলার মানুষের ইমোশন বুঝি। সব দলেই মতবিরোধ থাকে। এগুলো পরিবারের মধ্যেই হয়। ভালোবাসা নিয়ে ক্ষোভ মিটিয়ে নেব, চিন্তা নেই।''