WB assembly election 2021 : কাটল সুর, Raj, Saayoni-সহ তারকা প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের একাংশে
1/5
শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৪টির মধ্যে ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। যেখানে রয়েছেন একাধিক তারকা প্রার্থী। চণ্ডীপুর থেকে সোহম, চন্দননগর থেকে ইন্দ্রনীল সেন, বারাসত থেকে চিরঞ্জিত চক্রবর্তী, সোনরপুর দক্ষিণ থেকে লাভলী মৈত্র-সহ একাধিক তারকা প্রার্থী এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন। পাশাপাশি জুন মালিয়া, বীরবাহা হাঁসদা, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষরাও তৃণমূলের হয়ে লড়ছেন এবারের নির্বাচনে।
2/5
photos
TRENDING NOW
3/5
আসানসোল দক্ষিণ থেকে এবার তৃণমূলের টিকিটে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। কেন বিধানসভা কেন্দ্রে সায়নীকে প্রার্থী করা হল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের একাংশ। লক্ষ্মণ ঠাকুরকে টিকিট দেওয়া হোক। আসানসোল পুরনিগমের পাঁচবারের কাউন্সিলর তিনি। লক্ষ্মণ ঠাকুরকে সরিয়ে কেন সায়নীকে প্রার্থী করা হল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় প্রার্থী তালিকা ঘোষণার পরপরই। যদিও আসানসোল দক্ষিণের বেশ কিছু জায়গায় সায়নী ঘোষের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে
4/5
5/5
বারাকপুরে রাজ চক্রবর্তীকে প্রার্থী করায়, ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সমর্থক। উত্তম দাসকে প্রার্থী না করায় ক্ষোভ প্রকাশ পায় ওই অঞ্চলে। পুর প্রশাসক উত্তম দাসকে কেন প্রার্থী করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। যদিও উত্তম দাস জানান, 'বেইমান নন, দলকে ভালবাসেন', তাই দলের মনোনীত প্রার্থীর হয়েই প্রচার করবেন। অসন্তোষ গোপন করেননি উত্তম দাসের অনুগামীরাও।
photos