সিনে সাংবাদিকদের চোখে সেরা ছবি, অভিনেতার স্বীকৃতি পেলেন কে বা কারা?
ওয়েস্টবেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন` পুরস্কারের দ্বিতীয় সংস্করণ। রবিবার প্রিয়া প্রেক্ষাগৃহে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ঘিরে ছিল চাঁদের হাট। সৌমিত্র থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশক গঙ্গোপাধ্যায় কে না ছিলেন না। কিন্তু সেরা স্বীকৃতি পেলেন কারা?
নিজস্ব প্রতিবেদন: ওয়েস্টবেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' পুরস্কারের দ্বিতীয় সংস্করণ। রবিবার প্রিয়া প্রেক্ষাগৃহে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ঘিরে ছিল চাঁদের হাট। সৌমিত্র থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশক গঙ্গোপাধ্যায় কে না ছিলেন না। কিন্তু সেরা স্বীকৃতি পেলেন কারা?
"ময়ুরাক্ষী 'ছবির জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পান রিল লাইফের পিতা-পুত্র সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে এই সম্মান পেয়ে আপ্লুত প্রসেনজিত্। এই সৌমিত্র চট্টোপাধ্যায়কে তাঁর অভিনয় জীবনের 'শিক্ষক' হিসাবে অভিহিত করেন তিনি।
WBFJA অ্যাওয়ার্ডে একাধিক পুরস্কার জিতে নেন পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়।
চলুন দেখে নি সেরার তালিকা...
সেরা ছবি: ময়ুরাক্ষী (পরিচালক-অতনু ঘোষ)
সেরা অভিনেতা: সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (ময়ূরাক্ষী)
সেরা অভিনেত্রী: জয়া এহসান (বিসর্জন)
সেরা পরিচালক: কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)
সেরা পার্শ্ব অভিনেতা: কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: মমতা শঙ্কর (মাছের ঝোল)
সেরা প্রতিশ্রুতিমান অভিনেত্রী: রুক্মিনী মৈত্র (চ্যাম্প)
সেরা জনপ্রিয় অভিনেতা : দেব (চ্যাম্প)
সেরা চিত্রনাট্য: কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)
সেরা সংগীত পরিচালক: প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য
সেরা খলনায়িকা:সুদীপ্তা চক্রবর্তী (ধনঞ্জয়)
সেরা কমিক অভিনেতা: লামা হালদার
সেরা জনপ্রিয় অভিনেতা: দেব (চ্যাম্প)
সেরা উদীয়মান পরিচালক: মানসমুকুল পাল (সহজ পাঠের গপ্পো)
সেরা সম্ভাবনাময় অভিনেতা: নুর ইসলাম ও সামিউল আলম
সেরা সিনেমাটোগ্রাফার: শৌমিক হালদার (আমাজন অভিযান)
সত্যজিত্ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট : তরুণ মজুমদার।
এছাড়াও "চ্যাম্প' ছবির সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন অরিজিত্ সিং। এই বছরের সেরা ছবি "পোস্ত' এবং "বিবাহ ডায়ারিস'। বিভিন্ন বিভাগে নমিনেশন ,পুরস্কার ছাড়াও এই বছরের অনুষ্ঠান জুড়ে ছিল এক অনবদ্য থিম। বাংলা সিনেমার বরেণ্য কৌতুক অভিনেতাদের স্মরণ করে এক অন্য বার্তা দিল WBFJA। এইদিনের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন- সহজকে নিয়ে সার্কাসে চিরদিনই তুমি যে আমার' ছবির নায়িকা প্রিয়াঙ্কা