নিজস্ব প্রতিবেদন: মেয়ে দেখতে এসেছে পাত্র পক্ষ। নাম জিজ্ঞাসা করায় মেয়ে বলল 'ফিরকি'। নাম শুনে কিছুটা হকচকিয়ে গেল পাত্রপক্ষ। এ আবার কেমন নাম রে বাবা! পরিস্থিতি সামাল দিতে ঘটক বলে অনাথ মেয়ে তো তাই এই নাম। তবে পাল্টা প্রতিবাদে 'ফিরকি' জানায় সে এক্কেবারেই অনাথ নয়, তাঁর মা রয়েছে। তবে ফিরকি তাঁর মাকে সামনে আসতেই সকলেই হকচকিয়ে গেলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফিরকির মা যে একজন বৃহন্নলা। পাত্রীর মা একজন বৃহন্নলা জেনে ছিটকে গেল পাত্রপক্ষ। তবে ফিরকি জানায় ''আপনিও মা, আমার মাও মা। তাহলে তফাৎ কোথায়?'' ফিরকির ছুঁড়ে দেওয়া এই প্রশ্নটা শুধু দর্শকদের জন্যই নয়, গোটা সমাজের উদ্দেশ্যেই। দৃষ্টিভঙ্গি পাল্টানোর চেষ্টায় Zee বাংলায় আসছে নতুন ধারাবাহিক, নাম 'ফিরকি'। সম্প্রতি প্রকাশ্যে এসেছেন ধারাবাহিকটির প্রোমো।


আরও পড়ুন-লতার বাংলা গান গেয়ে ফের ভাইরাল রানু মণ্ডল



আরও পড়ুন-দেশকে টুকরো করছে যাঁরা, তাঁদের পাশে আপনি? দীপিকাকে প্রশ্ন স্মৃতির


সমাজ যতই এগিয়ে চলুক, আমাদের সমাজে এখনও বৃহন্নলাদের ভ্রু তুলেই দেখেন সমাজের একাংশ। আমরা নিজেদের যতই আধুনিক মনস্ক বলার চেষ্টা করি না কেন, একজন বৃহন্নলাও যে মানুষ, সেও মা হতে পারে এমন কথা ভাবতে পারেন কত জন? বৃহন্নলাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে, তাঁদেরকে আর পাঁচজনের মতো স্বাভাবিক জীবন দেওয়ার কথাও খুব কম লোকেই ভাবতে পারেন। আর বৃহন্নলার মাতৃত্বের কথা ভাবা তো বহু দূরের কথা। বৃহন্নলাকে কেন্দ্রীয় ভূমিকায় রেখে সিনেমা বা সিরিয়াল তৈরি হয়েছে এমনটাও সচরচর দেখা যায় না। যদিও কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর 'নগরকীর্তন' ছবিতে তৃতীয় লিঙ্গের গল্প বলেছে। তবে বাংলা ধারাবাহিক এর আগে এধরনের গল্পের কথা ঠিক মনে পড়ে না। সেই জায়গায় দাঁড়িয়ে Zee বাংলার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলেই মনে করছেন দর্শকরা। তবে ফিরকি তাঁর বৃহন্নলা মায়ের মাতৃত্বের অধিকার কতটা সমাজের সামনে কীভাবে তুলে ধরবে সেটি ধারাবাহিক শুরু হলেই জানা যাবে।