নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি হঠাৎই গ্র্যামি মঞ্চে। না সরাসরি মঞ্চে নন; সেখানে তাঁর এক ভিডিয়ো বার্তা শোনানো হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগে থেকে রেকর্ড করে রাখা সেই ভাষণে ভোলোদিমির জেলেনস্কি এক আশ্চর্য প্রশ্ন করেন, সঙ্গীতের সব চেয়ে বিপরীতধর্মী জিনিস কোনটি বলুন তো? তিনি নিজেই উত্তর দেন-- মৃত মানুষ ও ধ্বংসপ্রাপ্ত শহরের নৈঃশব্দ্য। তার পর তিনি তাঁর দেশের অবস্থার কথা বলেন। বলেন, তাঁর দেশের মিউজিশিয়ানরা এই অনুষ্ঠানে পার্টিওয়্যার পরে উপস্থিত থাকার বদলে এখন বুকে বর্ম এঁটে যুদ্ধ করছেন। বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য এবং সঙ্গীতের শব্দের জন্য আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব। 


জেলেনস্কি খুব মর্মস্পর্শী সুরে সমবেত সঙ্গীতশিল্পীদের বলেন, তাঁর দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে, যা বোমা বিস্ফোরণের ভয়াবহ নৈঃশব্দ্যে ভরা। আপনাদের সঙ্গীত দিয়ে সেই নৈঃশব্দ্যকে পূর্ণ করে তুলুন, ভবিষ্যতে আমাদের এই লড়াইয়ের গল্প বলবার জন্য সেই নৈঃশব্দ্যকে আজই ভরে তুলুন আপনারা।


সঙ্গীতে পুরস্কারের এই বিশ্ব-মঞ্চে জেলেনস্কি তাঁর দেশের এই অবস্থার জন্য সরাসরি মস্কোর দিকে আঙুল তোলেন। তবে এ-ও জানান, শান্তি আসবেই। 


আরও পড়ুন: Russia-Ukraine War: কাদামাটি থেকে বেরিয়ে আছে হাত-পা! ইউক্রেনে ৪৫ ফুট পরিখায় গণকবর! রাশিয়ার হত্যাযজ্ঞ?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)