নিজস্ব প্রতিবেদন: এক এক করে বাড়ছে করোনা স্ট্রেনে আক্রান্তের সংখ্যা। করোনার মাঝে যার ভয়ে শঙ্কিত গোটা দেশ। প্রত্যেকেই ব্রিটেন ফেরত বলে জানা গিয়েছে। এই তালিকায় রয়েছে ২ বছরের শিশুও। এখনও পর্যন্ত পাওয়া খবরে নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি পরিবারের সঙ্গে ব্রিটেন থেকে উত্তরপ্রদেশের মেরঠে ফিরেছিল ২ বছরের শিশু। যার শরীরে মিলেছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন। এই প্রথম এত কম বয়সি কেউ আক্রান্ত হল করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে। জানা গিয়েছে, ওই শিশুর বাবা মা করোনা আক্রান্ত। তাদের শরীরে  নয়া স্ট্রেন আছে কিনা তা এখনও জানা যায়নি। তবে, এই পরিবারের চারজনের শরীরেই মিলেছে করোনা ভাইরাস। 


আরও পড়ুন: কলকাতায় ঢুকল করোনার নতুন স্ট্রেন, মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন স্বাস্থ্যকর্তার ছেলে
  আপাতত, ওই পরিবার উত্তর প্রদেশের যে এলাকায় থাকে, সেই স্থান সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। কড়া নজরদারির জন্য নড়েচড়ে বসেছে প্রশাসন। 


গতকাল পর্যন্ত পাওয়া খবরে নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ছিল ৬। জানা গিয়েছে, ব্রিটেনফেরত নতুন স্ট্রেনে আক্রান্ত মহিলা বিমানবন্দর থেকে ট্রেনে করে দিল্লি থেকে অন্ধ্রপ্রদেশ যান। অন্যদিকে, তিন জন বেঙ্গালুরু  ও দুজন হায়দরাবাদে চিকিৎসাধীন রয়েছে।


উল্লেখ্য, নতুন স্ট্রেন দ্রুত ছড়িয়ে পড়ছে। যার জন্য ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখার কথা ভাবচ্ছে কেন্দ্র।