কলকাতায় ঢুকল করোনার নতুন স্ট্রেন, মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন স্বাস্থ্যকর্তার ছেলে

যদিও তার কোনও উপসর্গ ছিল না বলেই খবর।

Updated By: Dec 30, 2020, 10:01 AM IST
কলকাতায় ঢুকল করোনার নতুন স্ট্রেন, মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন স্বাস্থ্যকর্তার ছেলে

নিজস্ব প্রতিবেদন: উদ্বেগ বাড়িয়ে কলকাতায় মিলল ব্রিটেনের নতুন করোনা স্ট্রেন। জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের এক স্বাস্থ্যকর্তারই ছেলের শরীরেই মিলেছে এই ভাইরাস। গত ২০ ডিসেম্বর বিমানে কলকাতা ফেরে সে। এয়ারপোর্টে তাঁর করোনা পরীক্ষা হলে তা পজেটিভ আসে। যদিও তার কোনও উপসর্গ ছিল না বলেই খবর। এরপর তাঁকে এয়ারপোর্ট থেকে মেডিক্যাল কলেজের আইসোলেশন বিভাগে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। 

এই যুবক-সহ ব্রিটেন থেকে কলকাতা ফেরত মোট ৭ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠান হয় National Institute of Biomedical Genomics-এ। কাল রাতে সেখান থেকে নমুনা যায় কেন্দ্রীয় সরকারের কাছে। এরপর গতকাল গভীর রাতে NCDC নমুনা পরীক্ষা করে জানায় যে ওই যুবকের শরীরে ব্রিটেনের নয়া স্ট্রেনই রয়েছে। 

এ প্রসঙ্গে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, 'কাল গভীর রাতে আমাদের জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একটাই আশার কথা হল বাকি ৬টি নমুনা নেগেটিভ এসেছে। এই যুবককে প্রথম দিন থেকেই আইসেলেশনে রাখা হয়েছিল। আমরা আজ বিশেষজ্ঞদের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছি'

.