জানুন কীভাবে কিডনির দফারফা করছে অ্যান্টাসিড
ব্যস্ত জীবনে খাওয়াদাওয়ায় অনিয়ম। ঘরে ঘরে বাড়ছে গ্যাস-অম্বল। কথায় কথায় নিজেই করছেন ডাক্তারি। পেটে যাচ্ছে মুঠো মুঠো অ্যান্টাসিড। বারোটা বাজছে শরীরের। হাত ধরে ডেকে আনছেন বিপদ। দেবারতির বাড়িতে এভাবেই মজুত অ্যান্টাসিড। কথায় কথায় গ্যাস, অম্বল লেগেই রয়েছে। তাই অ্যান্টাসিড ছাড়া চলেই না তাঁর।
ওয়েব ডেস্ক: ব্যস্ত জীবনে খাওয়াদাওয়ায় অনিয়ম। ঘরে ঘরে বাড়ছে গ্যাস-অম্বল। কথায় কথায় নিজেই করছেন ডাক্তারি। পেটে যাচ্ছে মুঠো মুঠো অ্যান্টাসিড। বারোটা বাজছে শরীরের। হাত ধরে ডেকে আনছেন বিপদ। দেবারতির বাড়িতে এভাবেই মজুত অ্যান্টাসিড। কথায় কথায় গ্যাস, অম্বল লেগেই রয়েছে। তাই অ্যান্টাসিড ছাড়া চলেই না তাঁর।
আরও পড়ুন কথায় কথায় অ্যান্টাসিড খাচ্ছেন? জানেন কী বিপদ ডেকে আনছেন?
ছোট্ট ভিদিত দাস। দেবারতির দেড় বছরের পুঁচকে। ভারী দুরন্ত। দিনভর দুষ্টুমি লেগেই রয়েছে। তাই সবসময় তাকে চোখে চোখে রাখতে হয়। ভিদিত হওয়ার পর ওয়েট গেন করেছেন দেবারতি। তাই এখন নিয়ম করে অ্যারোবিক্স, যোগা করছেন।
স্বামী অফিসে বেরিয়ে যাওয়ার পর ফ্রি বার্ড দেবারতি। সোশ্যাল মিডিয়ায় চোখ থাকে। কিন্তু প্রায়রিটি ভিদিত। তাকে ভালভাবে মানুষ করতে হবে। তাই ছেলেকে নিয়ে দিনভর ব্যস্ততা। আর তা করতে গিয়ে নিজের খাওয়ার অনিয়ম।
আরও পড়ুন আপনি কি বাড়ি-গাড়ি কেনার কথা ভাবছেন? তা হলে আপনার জন্য সুখবর
লাগাতার অ্যান্টাসিড। ফলে কিডনির দফারফা। অ্যারোবিক্স, যোগা কি কাজে লাগবে?শুধু দেবারতি দাস নয়, ঘরে ঘরে একই সমস্যা। গ্যাস-অম্বল লেগেই রয়েছে। তাই নিজেই ডাক্তারি। মুঠো মুঠো অ্যান্টাসিড। বাড়ছে বিপদ। হুঁশ নেই আম বাঙালির।