নিজস্ব প্রতিবেদন: সামনেই নবরাত্রি। সঙ্গে বাঙালির দুর্গাপুজো। এরপর কালীপুজো, দীপাবলি। বছর শেষে ক্রিসমাস। টানা উৎসবের মরসুমে আতঙ্ক বাড়চ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই আগেভাগে কড়া সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) জয়েন্ট সেক্রেটারি লভ আগরওয়াল (Lav Agarwal ) জানান, সামনের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস সকলের সতর্ক থাকা প্রয়োজন। তিনি বলেন, "দুর্গাপুজো হোক কিংবা রামলীলা, সমস্ত অনুষ্ঠান ভার্চুয়ালি পালনের চেষ্টা করুন। দীপাবলিতেও অনলাইনেই হন উৎসব পালন। মাস্ক খুব গুরুত্বপূর্ণ। টিকা হল বর্ম। উৎসব মরসুম হল ভালোর জয় এবং খারাপের বিনাশ।" মন্ত্রকের (Union Health Ministry) তরফে আরও জানানো হয়েছে, ভারত দক্ষতার সঙ্গে করোনার (Corona) মোকাবিলা করেছে। তবে বিপদ এখনও কাটেনি। সেজন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন।  


আরও পড়ুন: Delta Variant: কাজ করবে না ভ্যাকসিন! আরও শক্তিশালী হতে পারে ডেল্টা প্রজাতি, আশঙ্কা বিশেষজ্ঞদের


আরও পড়ুন: Cholesterol Level: দেহে কোলেস্টেরলের মাত্রা বজায় রাখবেন কীভাবে? হেঁশেলেই লুকিয়ে উত্তর



গত কয়েকদিন ধরে করোনা গ্রাফ নিম্নমুখী থাকলেও, বৃহস্পতিবার একলাফে ২২ হাজারের গণ্ডি পেরিয়েছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের আগের ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৪৩১ জন করোনা (Corona) আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৯৪ হাজার ৩১২। দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ৩১৮ জন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)