নিজস্ব প্রতিবেদন: বুধবার দার্জিলিংয়ের প্রধাননগরে এক ব্যক্তির শরীরে ধরা পড়ল ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। এমনটাই জানা যাচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে। এনিয়ে রাজ্যে মোট ১৩ জনের দেহে মিলল কালো ছত্রাকের সংক্রমণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শুক্রবার থেকে পুরসভায় ১০২ স্বাস্থ্যকেন্দ্রে রোজ ৫০ জনকে Vaccine, বুকিং অ্যাপে


রাজ্যে আরও ৫ জনের দেহে ওই ছত্রাকের সংক্রমণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এদের মধ্যে রয়েছেন কলকাতার একজন।


এখনওপর্যন্ত রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ২ জনের। বুধবার কোনও আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি।


আরও পড়ুন-ব্যক্তির গোপনীয়তা তো বটে কোনও মৌলিক অধিকারই চূড়ান্ত নয়, Whatsapp-কে জবাব কেন্দ্রের


এদিকে, ব্ল্যাক ফাঙ্গাসে(Black Fungus) সংক্রমিত এমন সন্দেহজনক ২ রোগীর মৃত্যু হয়েছে বুধবার। এদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের(Alipurduar) এক ৪৭ বছরের মহিলা। অন্যদিকে, নদিয়ায় এক ৫৮ বছরের ব্যক্তির মত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার এক বেসরকারি হাসপাতালে। এনিয়ে ৩ সন্দেহজনক ব্ল্যাক ফাঙ্গাস রোগীর মৃত্যু হল রাজ্যে।