আরএসএস পরিচালিত গণবিবাহের অনুষ্ঠান বানচাল, পাত্রপাত্রীদের বিয়ে দিল তৃণমূল

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, টেকনিক্যাল কোনও সমস্যা হয়েছিল বলেই প্রশাসন গণবিবাহ বন্ধ করে দিয়েছে

Updated By: Feb 10, 2020, 10:58 PM IST
আরএসএস পরিচালিত গণবিবাহের অনুষ্ঠান বানচাল, পাত্রপাত্রীদের বিয়ে দিল তৃণমূল

নিজস্ব প্রতিবেদন : আরএসএসের আয়োজন করা গণবিবাহের অনুষ্ঠান বানচাল হওয়ার পর তৃণমূল বিয়ে দিল পাত্রপাত্রীদের। এনিয়ে আলিপুরদুয়ারে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে।

আরও পড়ুন-ভাইয়ের প্রেম প্রত্যাখ্যান করতেই যুবতীকে হুমকি, অশ্লীল মেসেজ TMC ব্লক সভাপতির!

আরএসএস এর শাখা সংগঠন শ্রীহরি সৎসঙ্গ সমিতির উদ্যোগে সোমবার আলিপুরদুয়ারে একটি গণবিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গতকাল বিকেলে জেলা পুলিশের তরফে বিবাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়। আজ সকাল থেকে বিএম ক্লাবের মাঠ ঘিরে রেখেছিল পুলিস।

পুলিস যে গণবিবাহ আটকে দিল শাসক তৃণমূল কংগ্রেস তা হাইজ্যাক করে নিজেরাই গণবিবাহের আয়োজন করল রাতারাতি। জেলার চার প্রান্তে আজ সেই গণবিবাহের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। কোথাও ২০, কোথাও ৫০, কোথাও ৭০ জোড়া পাত্রপাত্রীকে নিয়ে গণবিবাহ দেয় তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-পুলিস হেফাজতে মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র সিঁথি থানা

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, টেকনিক্যাল কোনও সমস্যা হয়েছিল বলেই প্রশাসন গণবিবাহ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, শ্রীহরি সৎসঙ্গ সমিতির সভাপতি রতন তরফদার বলেন, পুলিশকে কাজে লাগিয়ে গণবিবাহ বানচাল করে তৃণমূল সেই গণবিবাহ দিচ্ছে। পুলিসের ভয় দেখিয়ে পাত্র পাত্রীদের তাদের বিয়েতে আসতে বাধা দিয়েছে।

সব মিলিয়ে গতকাল থেকে আজ সারাদিন জেলা জুড়ে আলোচনার কেন্দ্রে এই গণবিবাহ।

.