দেশে মোট Corona আক্রান্ত ২ কোটি পার, বাড়ল সক্রিয় রোগী ও মৃতের সংখ্যা
২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ জন।
নিজস্ব প্রতিবেদন: ২ কোটি পার করল মোট করোনা আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক করোনা সংক্রমণ খানিক কম গতকালের তুলনায়। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫৭,২২৯ জন। যা গতকাল ছিল ৩ লাখ ৬৮ হাজার ১৪৭। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় সুস্থের হার অনেকটাই বেশি। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ২০ হাজার ২৮৯ জন।
তবে বেড়েছে মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪৪৯ জনের। মোট করোনায় আক্রান্ত ২ কোটি ০২ লক্ষ ৮২ হাজার ৮৩৩ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। মৃত্যু সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩ । আর এই সংখ্যাটাই ভয় দেখাচ্ছে। মুখ থুবড়ে পড়েছে হাসপাতাল পরিকাঠামো।
আরও পড়ুন: মুম্বইতে কমল সংক্রমণ সংখ্যা, মৃতের সংখ্যায় রেকর্ড দিল্লি
২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ জন।