নিজস্ব প্রতিবেদন: দেশে ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪০,১২০-এ। মৃত্যু হল ৫৮৫ জনের। এনিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা হল ৪,৩০,২৫৪। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ৪২ হাজার ২৯৫ জন।  দেশে এখনও পর্যন্ত মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬। দেশে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৩ কোটি ১৩ লক্ষ ২ হাজার ৩৪৫ জন। ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭। 


গত ২৪ ঘণ্টায় দেশে টিকা দেওয়া হয়েছে ৫৭ লক্ষ ৩১ হাজার ৫৭৪ জনকে। এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ৫২ কোটি ৯৫ লক্ষ ৮২ হাজার ৯৫৬ জনের। বৃহস্পতিবার দেশে করোনায় আক্রান্ত হয়েছিল ৪১ হাজার ১৯৫ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছিল ৪৯০ জনের।


আরও পড়ুন, Herd Immunity: 'হার্ড ইমিউনিটি'ই অতিমারীর চূড়ান্ত সমাধান নয়, দাবি বিজ্ঞানীদের


প্রসঙ্গত, স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৭৪৭। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭০০ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৫ হাজার ৪৪৬ জনের। সংক্রমণ হার ১.৬৪%। কলকাতায় সংক্রামিত হয়েছেন ৭৭ জন। শীর্ষে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা ৬৮। হাওড়া ও হুগলির আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪১ ও ৪৬। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-  উত্তরের ৩ জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭৪, ১১ ও ৩১। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১০ হাজার ১২৭ জন।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)