নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার অনেকটাই কমেছিল দৈনিক সংক্রমণ। ৯ মাসে রেকর্ড গড়েছিল। দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল ৮ হাজারের কোঠায়। কিন্তু বুধবার ফের সংক্রমণ। শুধু কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী তাইই নয়। দেশে দৈনিক মৃত্যুও অনেকটা বৃদ্ধি পেল আগের দিনের তুলনায়। যা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে দেশে৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টা দেশে আক্রান্ত ১০ হাজার ১৯৭ জন। একদিনে দেশে করোনার বলি ৩০১ জন। আক্রান্ত এবং মৃতের সংখ্যা মঙ্গলবারের তুলনায় বেড়েছে অনেকটাই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা কোপে প্রাণ হারানো ৩০১ জনের তার মধ্যে ২১০ জনই কেরলের, আর মহারাষ্ট্রে ৩৪, তামিলনাড়ুতে ১৫ এবং পশ্চিমবঙ্গে ১৪ জন রয়েছে। 


আরও পড়ুন, Air Pollution Levels Rise: শীত আসতেই বায়ুদূষণের প্রকোপ, অসুস্থতা এড়াতে কী করবেন?


তবে কমছে পজিটিভিটি রেট। দেশে অ্যাক্টিভ কেস ১ লক্ষ ২৮ হাজার ৫৫৫জন। যা ৫২৭ দিনের মধ্যে সর্বনিম্ন। গত ৪৪ দিনের তুলনায় দৈনিক পজিটিভিটি রেট কমেছে ২ শতাংশের কম। এদিকে, কেরলের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১৬ জন।  তামিলনাড়ু, বাংলা, মহারাষ্ট্র ও মিজোরাম নিয়েও চিন্তা রয়েছে। 


তবে দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই দেশে কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ২৩৮। দেশে এখন করোনা অ্যাক্টিভ রোগী রয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৫৫৫ জন। এদিকে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনা সংক্রমণ। একদিনে সংক্রমিত হয়েছেন ৮১৯ জন রাজ্যবাসী। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২৩১ জন কলকাতার৷ সংক্রমণে এখনও শীর্ষে মহানগর।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)