Coronavirus: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, পাল্লা দিয়ে বাড়ল মৃত্যুও
গত দুদিনে স্বস্তি বাড়লেও বৃহস্পতিবার চিন্তা বাড়িয়ে অনেকটা বাড়ল সংক্রমণ।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গল এবং বুধবারের তুলনায় দেশে সংক্রমণ বাড়ল অনেকটাই। গত দুদিনে স্বস্তি বাড়লেও বৃহস্পতিবার চিন্তা বাড়িয়ে অনেকটা বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯১৯ জন। বুধবার তা ছিল ১০ হাজারের কোঠায়। মঙ্গলবার তা হয়েছিল ৮ হাজারের গণ্ডিতে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৭৮ হাজার ৫১৭।
গত ২৪ ঘণ্টায় ২০৭ জন করোনা রোগী বেড়েছে দেশে। এখন দেশে অ্যাক্টিভ রোগী রয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৭৬২ জন। গত দু’দিনের তুলনায় বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৭০ জনের। এর মধ্যে কেরলেই ৩৮৮ জনের মৃত্যু হয়েছে। কেরলের করোনা আক্রান্তের সংখ্যাও চিন্তা বৃদ্ধি করছে। দেশের মধ্যে সবথেকে বেশি লোক আক্রান্ত হচ্ছেন কেরলে। দেশের দৈনিক আক্রান্তের অর্ধেকেরও বেশি হচ্ছে কেবল মাত্র একটি রাজ্যে।
আরও পড়ুন, Air Pollution Levels Rise: শীত আসতেই বায়ুদূষণের প্রকোপ, অসুস্থতা এড়াতে কী করবেন?
তবে দেশের সুস্থতার হার ২০২০ সালের মার্চ মাসের পর সর্বোচ্চ। আবার অ্যাক্টিভ কেসও গত ২০ মাসের মধ্যে সর্বনিম্ন। এখনও পর্যন্ত দেশে করোনার বলি ৪ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জন। করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৮ লক্ষ ৮৫ হাজার ১৩২ জন।
এদিকে, রাজ্যের করোনা পরিসংখ্যানও চিন্তার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৬২ জন। গত একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৩০ জন।