নিজস্ব প্রতিবেদন: ওমিক্রন নিয়ে প্রতিদিনই চিন্তা বাড়ছে দেশে। রবিবার নতুন করে করোনার নয়া প্রজাতিতে আক্রান্ত হয়েছে অনেকে। যদিও দেশে এখনও মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৮। কিন্তু বিশ্বজুড়ে যেভাবে দাপট বাড়ছে, দেশেও তাই সংক্রমণে কড়া নজরদারি রাখা হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে সংক্রমণ। পাল্লা দিয়ে কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৭৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৫২ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ৮৮৮ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৮ হাজার ৯৯৩ জন।  


আরও পড়ুন, ভারতে ক্রমশ বাড়ছে Omicron, নাগপুরেও হানা দিল নয়া প্রজাতি, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭


ক্রমশ বাড়ছে সুস্থতার হারও। মঙ্গলবার কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৩৮ হাজার ৭৬৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৯৯৫ জন। সুস্থতার হার ৯৮.৩৭ শতাংশ। অন্যদিকে, টিকাকরণকে হাতিয়ার করে ওমিক্রনের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে দেশ। সোমবার টিকা নিয়েছেন ৬৬.৯৮ লক্ষেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত দেশে ১৩৩.৮৮ কোটি ডোজেরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। 


এদিকে, দেশে সোমবার ৯ লক্ষের ৯০ হাজার ৪৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। অন্যদিকে,  পশ্চিমবঙ্গে কমছে করোনা। সোমবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৪১৮ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ২৩ হাজার ৬০৯ জন। সোমবারের  বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫১৭ জন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)