দেশে আক্রান্ত কমলেও, দৈনিক মৃত্যু বেড়ে ৯৫৫! চিন্তার কারণ Delta varient
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭১ জন।
নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি নিয়ে রীতিমত চিন্তিত বিশ্ব। ভারতেই যে হারে ছড়িয়েছে ডেল্টা প্লাস, তা ইতিমধ্যেই উদ্বেগ সৃষ্টি করেছে। তবে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭১ জন। এই নিয়ে টানা ৭ দিন ভারতে ৫০ হাজারের নীচে রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা।
তবে এবার ফের চিন্তা বাড়ল মৃত্যু নিয়ে। শনিবার মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও রবিবার ফের উদেওগ বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৫৫ জনের। শনিবার এই সংখ্যা ছিল ৮৫৩ জন।
আরও পড়ুন, কতটা ভয়াবহতা নিয়ে আসছে Third wave? বিজ্ঞানীদের স্বস্তির বার্তা সরকারি প্যানেলে
এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫২ হাজার ২৯৯। শনিবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছিলেন ৫৯ হাজার ৩৮৪ জন।
কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৩৫ কোটি ১২ লক্ষ ২১ হাজার ৩০৬টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
এদিকে, রাজ্যেও কমেছে কোভিড সংক্রমণ। শনিবার রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন। সব থেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে।