নিজস্ব প্রতিবেদন: শনিবার থেকে শুরু হচ্ছে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণ। কয়েকটি রাজ্য টিকা সরবারহের অভাবে কাল থেকে ওই কর্মসূচি শুরু করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।  তার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ তথ্য দিল কোভিড টিকাকরণে(Covid Vaccine) গঠিত বিশেষ কমিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দ্বিতীয় ডোজ কবে? লিখিত আশ্বাসের দাবিতে বিক্ষোভ কালনা হাসপাতালে


কমিটির চেয়ারপার্সন ও CoWIN প্রধান আর এস শর্মা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান, বেসরকারি ক্ষেত্রে টিকা নিলে ১৮-৪৪ বছর বয়সীরা নিজেদের পছন্দমতো টিকা বেছে নিতে পারবেন।  স্বাস্থ্যকর্মী ও ৪৫ বছরের বেশি বয়সীরা যা সরকারি ক্ষেত্র থেকে ভ্যাকসিন নিচ্ছে তারা টিকা বেছে নেওয়ার সুযোগ পান না।


আরও পড়ুন-রাজ্যে ১৮-৪৪ বছর বয়সীদের জন্য Vaccine এলে তবেই তা দেওয়া হবে, জানিয়ে দিল Nabanna  


এমনিতেই ভ্যাকসিন নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। ফলে ১ মে টিকাকরণ নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না ছাড়ায় তার জন্য বিষয়টি আরও স্পষ্ট করে দিয়েছেন আর এস শর্মা। তিনি বলেন, ভ্যাকসিন বেছে নেওয়ার সুযোগ একমাত্র পাওয়া যাবে বেসরকারি ক্ষেত্রে। সরকারি ক্ষেত্রে করোনার যে ভ্যাকসিন থাকবে তাই দেওয়া হবে।  করোনার সেকেন্ড ডোজ যাঁরা নেবেন, তাদের প্রথম ডোজে যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেটাই দেওয়া হবে।  CoWIN পোর্টালে দেখে নেওয়া যাবে কোন ভ্য়াকসিনের দাম কত।