নিজস্ব প্রতিবেদন: সেই ৭০০-র উপরেই রাজ্যের  দৈনিক কোভিড সংক্রমণ (Covid-19)। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২৮। মৃত ১২। রাজ্যের দু'টি জেলা-কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমিত শতাধিকই থাকল।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ হাজার ১২৬ জনের। আক্রান্ত ধরা পড়েছে ৭২৮। শীর্ষে কলকাতা। আক্রান্ত ১২৭। তার পর উত্তর ২৪ পরগনা। সংক্রামিত ১২১। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ৬১, ৫৯ ও ৪৭। ৩৩ জন আক্রান্ত দার্জিলিঙে।  


রাজ্যে করোনায় মৃত (West Bengal Covid Death) ১২। কলকাতায় মৃত ৩। ২ জনের মৃত্যু দক্ষিণ ২৪ পরগনায়। এ দিন কোভিড থেকে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। সক্রিয় আক্রান্ত কমে হয়েছে ৭ হাজার ৯৬৭। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।


এ দিন রাজ্য টিকাকরণের ৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। শনিবার রাজ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে মোট ৭ লাখ ৬২ হাজার ৯৪৯ জনকে।  টিকার প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ০০২ জন। অন্যদিকে, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৫৯ হাজার ৪৪০ জন।


আরও পড়ুন- Vaccine: শনিবার পর্যন্ত রাজ্যে দেওয়া ভ্যাকসিন ডোজের সংখ্যা ছাড়াল ৫ কোটি