Vaccine: রাজ্যে প্রায় অর্ধেক মানুষ টিকাকরণের আওতায়, বলছে স্বাস্থ্য দফতর
কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে এক বৈঠকে মুখ্যসচিব বলেন, তুলনায় পশ্চিমবঙ্গ অনেক কম ডোজ পেয়েছে
নিজস্ব প্রতিবেদন: প্রয়োজনের তুলনায় রাজ্যে টিকার জোগান অনেকটাই কম। এমনটাই বারবার অভিযোগ করে আসছে রাজ্য সরকার। এর মধ্যে শনিবার নজির গড়ল রাজ্য। টিকাগ্রহণে যোগ্য এমন জনসংখ্যার অর্ধেক মানুষকে অন্তত পক্ষে একটা ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করল স্বাস্থ্য দফতর। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, "আজকের ১২.১৭ লক্ষ টিকাকরণ ধরলে রাজ্যে প্রায় অর্ধেক মানুষ টিকাকরণের আওতায় আছেন। তাঁরা প্রত্যেকে অন্তত একটা করে টিকার ডোজ পেয়েছেন"।
আরও পড়ুন-Visva-Bharati: 'নাম করে বলছি উপাচার্য পাগল', ফের Anubrata-র নিশানায় Bidyut Chakrabarty
জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ৫৯ লাখ ৩ হাজার ১০১ জন। অন্যদিকে, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ০৭৫ জন। ১৮ দিনে ১ কোটি ভ্যাকসিন দিয়েছে পশ্চিমবঙ্গ। গত ১৬ জানুয়ারি রাজ্যে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়। রাজ্য সরকারের দেওয়া হিসেবে অনুযায়ী রাজ্যে ১ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে ১০৫ দিন। ২ কোটি ডোজের লক্ষ্যমাত্র ছুঁয়েছে ৫৪ দিনে। পরবর্তী ৪০ দিন দেওয়া হয়েছে আরও ১ কোটি ভ্যাকসিন ডোজ, পরবর্তী ২৯ দিনে ও ১৮ দিন দেওয়া হয়েছে আরও ২ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- 'Babul বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছেন', বলল BJP; সাংসদ পদ ধরে রাখা নিয়ে খোঁচা
কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে এক বৈঠকে মুখ্যসচিব বলেন, রাজ্যে এখনও ১৪ কোটি ভ্যাকসিন ডোজের প্রয়োজন। সেই তুলনায় পশ্চিমবঙ্গ অনেক কম ডোজ পেয়েছে। এরকম পরিস্থিতিতে দ্রুত আরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র। পাশাপাশি তিনি কেন্দ্রীয় ক্যাবিটেন সচিবকে আরও জানান, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ভ্যাকসিন নষ্ট হওয়ার পরিমাণ খুবই কম।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)