নিজস্ব প্রতিবেদন: কোভিড টিকাকরণ (Covid Vaccination) অভিযানে শুক্রবার ঐতিহাসিক সাফল্য পেল ভারত। একদিনে ৯০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে গোটা দেশে। টুইটারে এ কথা ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কো-উইন পোর্টালের (CoWIN portal) সর্বশেষ তথ্য বলছে, সারা দেশে এ দিন ৯৩ লক্ষ ৯ হাজার ৫১৬ টিকার ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) টুইট করেছেন,'ঐতিহাসিক। ভারতবাসীকে অভিনন্দন। দেশজুড়ে আজ ৯০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে। এখনও টিকাদান চলছে।'



কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, গোটা দেশে এখনও পর্যন্ত ৬২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। কোউইন-র (CoWIN portal) পরিসংখ্যান বলছে, টিকার দু'টি ডোজ পেয়েছেন দেশের ১৪ কোটি মানুষ।


ডিসেম্বরের মধ্যে ৮০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তা কতটা পূরণ সম্ভব এনিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে সংশয়। দিন কয়েক কেন্দ্রীয় সরকারের কোভিড টিকা উপদেষ্টা সংক্রান্ত প্যানেলের (Covid vaccine advisory panel) প্রধান এনকে অরোরা (Dr NK Arora) জানিয়েছিলেন,'আগের চেয়ে বেড়েছে টিকার উৎপাদন। সেপ্টেম্বরে ২০ কোটি, অক্টোবরে ২৫ কোটি ও ডিসেম্বরে ৩৫ কোটি ডোজ চলে আসবে। ডিসেম্বরের মধ্যে ৮০ কোটি মানুষকে টিকার দু'টি ডোজ দেওয়া সম্ভব।'


আরও পড়ুন- Covid-19: মার্চের মধ্যে বাজারে আসতে পারে অম্বানির টিকা, ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)