নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ ঠেকাতে চাই টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ। এমনটাই মনে করছে কোনও কোনও মহল। ভারত-সহ বিশ্বের বহু দেশ এখনও করোনা টিকার প্রথম ডোজই পায়নি। সেখানে তৃতীয় ডোজ দেওয়া কীভাবে সম্ভব! এনিয়ে এবার মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার WHO প্রধান বলেন, সেপ্টেম্বর পর্যন্ত করোনার বুস্টার ডোজ নিয়ে ভাবার প্রয়োজন নেই। প্রসঙ্গত, বিশ্বের ধনী ও গরিব দেশগুলির মধ্যে ভ্যাকসিন দেওয়ার হারের তারতম্যের কথা মাথায় রেখে এখনওপর্যন্ত তৃতীয় ডোজের পক্ষেই সওয়াল করছে হু। পাশাপাশি সংস্থার পরিকল্পনা হল বিশ্বের প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষ বুস্টার ডোজ পাক।


আরও পড়ুন-দক্ষিণবঙ্গের নদীগুলিতে ডিভিসি-র জলের চাপ, বন্যা পরিস্থিতির জেরে মৃত ২৩     


বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, 'ডেল্টা ভ্য়ারিয়েন্ট নিয়ে বিশ্বের অধিকাংশ দেশের উদ্বেগের কারণটা বুঝি। বিশ্বের বহু ধনী দেশ ইতিমধ্যেই উত্পাদিত ভ্যাকসিনের বেশিরভাগটাই ব্যবহার করে ফেলেছে। এবার আমাদের বেশিরভাগ ভ্য়াকসিন দিতে হবে গরিব দেশগুলিতে।'


উল্লেখ্য, বেশি আয়ের দেশগুলি গত মে মাস পর্যন্ত ১০০ জনকে ৫০ ভ্যাকসিন ডোজ দিয়ে ফেলেছে। ওই সংখ্যাটা এখন দ্বিগুণ হয়ে গিয়েছে। অন্যদিকে, গরিব দেশগুলি এখনওপর্যন্ত প্রতি ১০০ জনে ১.৫ ডোজ দিতে পেরেছে। কারণ ভ্য়াকসিনের সরবারহ নেই।


আরও পড়ুন-Covid Vaccine: ভোর থেকে লাইন দিয়েও টিকা পাইনি, বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ চাঁদপাড়ায়


এদিকে, সংক্রমণের কথা মাথায় রেখে করোনার বুস্টার ডোজ নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। সোমবার জার্মানি জানিয়েছে, দেশের সংক্রমণ প্রবণ লোকদের আগামী সেপ্টেম্বর মাস থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। প্রথম ডোজ নেওয়ার ৬ মাস পর সংক্রমণ প্রবণ লোকদের তৃতীয় ডোজ দেওয়ার সিদ্ধন্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। গত সপ্তাহে ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট। সেখানে ৬০ বছরের বেশি বয়সের মানুষদের তৃতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)