নিজস্ব প্রতিবেদন: দেশে করোনার দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল ৪ লক্ষের গন্ডি। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। ৩ লক্ষের গন্ডি পেরোনোর মাত্র ৯ দিনের মধ্যেই ৪ লক্ষ ছুঁল দৈনিক সংক্রমণ যা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আরও উদ্বেগের যেটি, এই প্রথম বিশ্বে কোনও দেশে একদিনে এতজন আক্রান্ত হলেন করোনায়। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দেরিতে অ্যাম্বুলেন্স, মেডিকেলের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করোনা রোগীর, কাঠগড়ায় স্বাস্থ্যভবন


এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। দ্বিতীয় ওয়েভে এখনও পর্যন্ত মোট মৃত ২ লক্ষ ১১ হাজার ৮৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৯৮৮ জন। দেশে করোনা থেকে সুস্থ মোট ১ কোটি ৫৬ লক্ষ ৮৪ হাজার ৪০৬ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০ জন।


আরও পড়ুন: বাজার-হাটে সরকার রাশ টানার পরই মদের দোকানের সামনে লাইন সুরাপ্রেমীদের


উল্লেখ্য, আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে না ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ। টিকার জোগান দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১৫ কোটি ৪৯ লক্ষ ৮৯ হাজার ৬৩৫ জন করোনার টিকা নিয়েছেন।