দেরিতে অ্যাম্বুলেন্স, মেডিকেলের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করোনা রোগীর, কাঠগড়ায় স্বাস্থ্যভবন

খাস কলকাতায় অমানবিকতার ছবি

Updated By: May 1, 2021, 09:51 AM IST
দেরিতে অ্যাম্বুলেন্স, মেডিকেলের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করোনা রোগীর, কাঠগড়ায় স্বাস্থ্যভবন

নিজস্ব প্রতিবেদন: বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝে উঠে এসেছে একাধিক বেনিয়মের ছবি। অমানবিকতার ছবি। আর এবার করোনা রোগীকে হাসপাতালে ভর্তি নিয়ে গাফিলতির অভিযোগ উঠল খোদ স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে। সূত্রের খবর, কলকাতার ভবানীপুরে একই পরিবারের চারজন করোনা আক্রান্ত হন। কর্মসূত্রে বাড়ির ছেলে থাকেন ভিন রাজ্যে। পরিবারের চার সদস্যের করোনা আক্রান্তের খবর পেয়ে অনলাইনে স্বাস্থ্য ভবনে নাম নথিভুক্ত করেন আক্রান্তের ছেলে। অভিযোগ, নাম নথিভুক্ত করার সাত থেকে আট ঘণ্টা পরে অ্যাম্বুলেন্স আসে। তাঁর আরও অভিযোগ, ৭০ বছর এর বৃদ্ধা মা আরতি চ্যাটার্জী কে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: গুজরাটে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত ১৮ জন করোনা রোগী

মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়, স্বাস্থ্য দপ্তর থেকে তাদের কাছে কোনও রোগীর নাম নথিভুক্ত হয়নি। রাত ১১টা থেকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের মধ্যেই প্রায় তিন ঘন্টা শয্যাশায়ী অবস্থায় থাকেন ঐ প্রৌঢ়া । এরপর পরিবারের লোকজন স্বাস্থ্য ভবনের পাঠানো অ্যাম্বুলেন্সের ডাইভারকে ঐ প্রৌঢ়াকে বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বললে অ্যাম্বুলেন্সের চালক জানায় তাঁর কাছে বাড়ি ফেরার নির্দেশিকা নেই। ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। করোনা আক্রান্ত ঐ বৃদ্ধা তখনও অ্যাম্বুলেন্সে শয্যাশায়ী । পরে খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে তড়িঘড়ি ভর্তি করানো হয় করোনা আক্রান্তকে। গোটা ঘটনায় অবশ্য আরও একবার রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠল।

.