নিজস্ব প্রতিবেদন: বুধবারের চেয়ে কমল রাজ্যে কমল দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৯৩ জন। মৃতের সংখ্যা ১৩। বুধবার মৃত্যু হয়েছিল ৬ জনের। কলকাতায় মৃত্যু শূন্য হয়েছিল গত শনিবার। বৃহস্পতিবার মৃতের সংখ্যা পৌঁছে গেল ৪-এ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা ৭৯৩। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৮৬৯ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৩ হাজার ৮০৯ জনের। সংক্রমণ হার ১.১৯%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৫৭। ৯২ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৯,৩১ ও ৪১। দার্জিলিঙে সংক্রমিতের সংখ্যা ৮১। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১২ হাজার ২০৫ জন।


বুধবার ৬ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১৩ জনের। ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে। গতকালও সংখ্যাটা ছিল ১। উল্লেখ্য, শনিবার সাড়ে ৩ মাস পর কলকাতায় মৃতের সংখ্যা ছিল শূন্য। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ১ এবং ২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৯৬৬ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.০১%।


বৃহস্পতিবার টিকা পেয়েছেন ৮৮ হাজার ৪৮৫ জন। ৫৭ হাজার ৩৩ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩১ হাজার ৪৫২ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৬৩ লক্ষ ৮৫ হাজার ২৩৩ জনের। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় টিকা পাঠাচ্ছে না বলে ইতিমধ্যেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টিকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকেও বিষয়টি তুলেছিল তৃণমূল।


আরও পড়ুন- পেগাসাস-কাণ্ডে সতর্ক Mamata, রাজ্যের মন্ত্রীদের দিলেন ফোন-নির্দেশ


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)