West Bengal Covid Update: রাজ্যে করোনা আক্রান্ত ১৪ হাজার পার, কলকাতায় রেকর্ড সংক্রমণ
পজিটিভিটি রেটে শীর্ষে কলকাতা
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা (Corona) আক্রান্ত ১৪ হাজার পার। করোনা সংক্রমণে রেকর্ড গড়ল কলকাতা। সম্ভবত একদিনে শহরে রেকর্ড সংখ্যক মানুষ করোনা (Corona) আক্রান্ত হয়েছেন। পজিটিভিটি রেটেও শীর্ষে তিলোত্তমা
স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, বুধবার রাজ্যে কোভিড পজিটিভ হয়েছেন ১৪ হাজার ২২ জন। কেবলমাত্র কলকাতায় করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৬১৭০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। পজিটিভিটি রেটে বুধবারও শীর্ষে কলকাতা। বুধবার শহরে পজিটিভিটি রেট ৩৭.৫৪ শতাংশ। এরপরই রয়েছে হাওড়া ৩০.৪৫ শতাংশ। বীরভূম, পশ্চিম বর্ধমানে পজিটিভিটি রেট যথাক্রমে ২৮.১০ শতাংশ এবং ২৭.১০ শতাংশ। রাজ্যে পজিটিভিটি রেট ২৩.১৭ শতাংশ।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। করোনা হানায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৮২ হাজার ৫৫১ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে ২ লক্ষ ১৪ হাজার ৪ জনের চিকিত্সা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩ জন।
আরও পড়ুন: Omicron Test Report: মুসকিল আসান, এবার মাত্র ৪ ঘণ্টাতেই মিলবে Omicron টেস্টের রিপোর্ট
আরও পড়ুন: Omicron (B.1.1.529): জানুয়ারির শেষে ভারতে শীর্ষে পৌঁছবে ওমিক্রন সংক্রমণ! ডেল্টার মতোই হবে আক্রান্ত?