নিজস্ব প্রতিবেদন: একদিনে ৮০ লক্ষ মানুষকে টিকা! গত ২৪ ঘণ্টায় এটাই করে দেখিয়েছে গোটা দেশ। কেন্দ্রের টিকাকরণ শুরু হওয়ার এটাই সর্বোচ্চ। রেকর্ড ভাঙা  পরিসংখ্যানের জন্য দেশকে কুর্নিশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


চলতি বছর ২ এপ্রিল একদিনে সর্বোচ্চ ৪২ লক্ষ ৬৫ হাজার ১৫৭ জনের টিকাকরণ করা হয়েছিল। সেই রেকর্ড ভেঙে গেল সোমবার। সরকারি কোউইন ওয়েবসাইটের তথ্য বলছে, সোমবার রাত ৮টা পর্যন্ত টিকা নিয়েছেন ৮০ লক্ষ ৯৫ হাজার ৩১৪ জন। টুইটারে নরেন্দ্র মোদী (Narendra Modi) লেখেন,''আজকের পরিসংখ্যান গর্ব করার মতো। কোভিড-১৯-র বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী হাতিয়ার টিকা। টিকাগ্রহীতা এবং সামনের সারির কোভিড যোদ্ধারা কঠিন পরিশ্রম করে টিকাদান নিশ্চিত করেছেন। কুর্নিশ ভারত!''



প্রধানমন্ত্রীর তারিফ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর টুইট,''অবিশ্বাস্য! ভারতের টিকাকরণ অভিযানের মাথায় আর একটি পালক। আজ ৮০ লক্ষ কোভিড টিকা দেওয়া হয়েছে। ভেঙেছে যাবতীয় রেকর্ড। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের জন্য অভিনন্দন।''


 




আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই মতো আজ, সোমবার থেকে দেশজুড়ে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা পাচ্ছেন বিনামূল্যে কোভিড টিকা। এ দিন সকালে টুইটারে প্রধানমন্ত্রী (Narendra Modi) জানান,''বিশ্বের বৃহত্তম বিনামূল্যে টিকাকরণে অভিযান শুরু হচ্ছে। দেশের সমস্ত নাগরিক টিকা পাবেন। এই সিদ্ধান্তে লাভবান হবেন দেশের গরিব, মধ্যবিত্ত ও যুবরা। সবাই মিলে আমরা করোনাকে হারাব।'' 



রাজ্যের বরাদ্দ ২৫ শতাংশ-সহ ৭৫ শতাংশ টিকা কিনছে কেন্দ্রীয় সরকার। বাকি ২৫ শতাংশ ছাড়া হয়েছে বেসরকারি হাসপাতালগুলির জন্য। তাদের নির্ধারিত দামেই টিকা কিনতে হচ্ছে। রবিবার কেন্দ্র জানিয়েছিল, তাদের কাছে ৩.০৬ কোটির বেশি টিকার ডোজ মজুত রয়েছে। আগামী ৩ দিনের মধ্যে রাজ্যগুলিকে দেওয়া হবে ২৪ লক্ষ ৫৩ হাজার ৪০ ডোজ।


আরও পড়ুন- সেই ৫ এপ্রিলের পর রাজ্যে COVID সংক্রমণ ২ হাজারের নীচে, মৃতের সংখ্যা ৫০-র কম        


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)