ফের একলাফে অনেকটা কমল দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যায় রেকর্ড
কমল সক্রিয় রোগীর সংখ্যাও
নিজস্ব প্রতিবেদন: ফের একলাফে অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকালই ৩ লক্ষের গন্ডির নীচে নেমেছিল। আজ আরও কমে দাঁড়িয়েছে। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। তবে ভালো এই যে গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়েছেন দৈনিক আক্রান্তের প্রায় দ্বিগুণ মানুষ। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন।
দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। বর্তমানে তা ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫ জন। তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃতের পরিসংখ্যান। ৪ হাজারের গন্ডি ছেড়ে নামছেই না। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৪ হাজার ৩২৯ জন যা এখনও পর্যন্ত রেকর্ড। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ এ। করোনার দ্বিতীয় ওয়েভে দেশজুড়ে মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ১৫ হাজার ৯৬ লক্ষ ৫১২ জন।
আরও পড়ুন: রাতভর মহারাষ্ট্র-গুজরাটে 'Tauktae'-র তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি
দেশজুড়ে টিকাকরণ ও বিভিন্ন রাজ্যে কড়া লকডাউন, কার্ফু পরিস্থিতির জন্যই দৈনিক সংক্রমণে রাশ বলে মনে করা হচ্ছে। তবে লকডাউনের পথে না হেঁটে যাতে টিকাকরণকে হাতিয়ার করেই করোনা সংক্রমণ রোখা যায় তার জন্যই আপ্রাণ চেষ্টা করছে কেন্দ্র। দেশে টিকা নিয়েছেন মোট ১৮ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ১৪৯ জন।
আরও পড়ুন: একদিনে ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম