একদিনে ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম

আজ ৩৯ ডিগ্রি ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা

Updated By: May 18, 2021, 09:10 AM IST
একদিনে ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম

নিজস্ব প্রতিবেদন: উর্ধ্বমুখী পারদ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বেড়েই চলেছে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আগামী দিনে তা আরও বাড়তে চলেছে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি। আজ মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁতে পারে বলেই পূর্বাভাস রয়েছে।

আপাতত কলকাতার জন্য কোনো স্বস্তির পূর্বাভাস নেই। দাবদাহ ও প্যাচপ্যাচে গরমে অস্বস্তি বাড়বে বলেই জানা যাচ্ছে। আবার একদিকে দক্ষিণবঙ্গে যখন গরম বাড়ছে উত্তরবঙ্গের জন্য কিছুটা হলেও স্বস্তি। উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতায় শুক্রবারের আগে বর্জ্রগর্ভ মেঘ সৃষ্টির কোনো পূর্বাভাস নেই। 

আরও পড়ুন: 'ফাঁদে পা একদম না, ব্যর্থতা ঢাকতেই প্রতিহিংসা,' কেন্দ্রকে নিশানা Parambrata এর

আবহাওয়াবিদদের আশঙ্কা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে দেশজুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা বাড়বে। একদিকে দেশের পশ্চিমে ঘূর্ণিঝড় তকতের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। পূর্বে বাড়ছে তাপমাত্রা। তবে এবছর সময়ের আগেই কেরলে তথা গোটা দেশে বর্ষা প্রবেশ করবে বলে জানানো হয়েছিল দিল্লির মৌসম ভবনের তরফে।

.