নিজস্ব প্রতিবেদন: আপৎকালীন ব্যবহারের ক্ষেত্রে ভারতে দ্রুত ছাড়পত্র পেতে চলেছে রাশিয়ার 'স্পুটনিক ভি'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হায়দরাবাদের Dr Reddy’s Laboratories-এর মাধ্যমে ভারতে 'স্পুটনিক ভি'-র পরীক্ষামূলক প্রয়োগ চালাচ্ছে রাশিয়া। কলকাতার একটি বেসরকারি হাসপাতালেও প্রতিষেধকটি নিয়ে পরীক্ষা চলছিল। প্রথম দু'টি ধাপে প্রতিষেধকটি উতরে গিয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে বলে খবর।


আরও পড়ুন: 'নতুন ভারত'-র স্বদেশি Vaccine-র অপেক্ষায় ২৫টি দেশ


এই ভ্যাকসিন সোভিয়েতের প্রথম স্পেস স্যাটেলাইটের নামে নামাঙ্কিত। এটি তৈরি করছে মস্কোর Gamaleya National Research Institute of Epidemiology and Microbiology। Dr Reddy’s Laboratories এই ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের নিরীক্ষা চালাচ্ছে। এই phase 3 trial সফল হলে তারা মনে করছে, ২১ ফেব্রুয়ারির পরই এটা বাজারে পাঠানো সম্ভব হবে। 


কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের পরে ভারতে এটি হতে চলেছে তৃতীয় করোনাটিকা। কোনও কোনও মহলে এই টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। যদিও ব্রিটিশ মেডিক্যাল জার্নাল 'দ্য ল্যানসেট' জানিয়েছে, কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে 'স্পুটনিক-ভি'-র কার্যকারিতা ৯১.৬ শতাংশ। 


আরও পড়ুন: সরকারি কর্মচারীদের কোভিড টিকাকরণ শুরু করবে রাজ্য, জানালেন মুখ্যসচিব