নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হল রবিবার। যদিও কর্মসূচি শুরুর এক দিন আগেই শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা-সহ অন্যদের এই টিকা দেওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া (Australia) সরকার সে দেশে ফাইজারের (pfizer) টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল। যদিও কয়েক মাস আগেই বিভিন্ন দেশ টিকাদান কর্মসূচি শুরু করে দিয়েছে। সেই তুলনায় বরং একটু দেরি করেই টিকাকরণ শুরু করল অস্ট্রেলিয়া। সম্প্রতি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার (oxford-astrazeneca) টিকা ব্যবহারেরও অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। যদিও এখনই এটি দেওয়া হচ্ছে না।


আরও পড়ুন: নতুন করোনা স্ট্রেনের প্রকোপ আরও ভয়ঙ্কর, অ্যান্টিবডি থাকলেও কাজ দেবে না


এই টিকাকরণ কর্মসূচি জনগণের মধ্যে জোরালো করার লক্ষ্যে কর্মসূচির শুরুতেই টিকা নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (Prime Minister Scott Morrison)। সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি চিকিৎসাকেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নেন তিনি।


প্রথম টিকাটি নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে যাওয়া অশীতিপর এক অস্ট্রেলীয় নাগরিক জেন মালিসিয়াক (Jane Malysiak)। পরে স্বাস্থ্যকর্মী ও অন্য কর্মকর্তারাও টিকা নেন।


আরও পড়ুন: ভারতে দ্রুত ছাড়পত্র পেতে চলেছে Sputnik V