BIG BREAKING: Oxford-AstraZeneca ভ্যাকসিনকে ছাড়পত্র দিল ভারত

 ছাড়পত্র দিয়েছে বিশেষজ্ঞের টিম। 

Updated By: Jan 1, 2021, 05:42 PM IST
BIG BREAKING: Oxford-AstraZeneca ভ্যাকসিনকে ছাড়পত্র দিল ভারত

নিজস্ব প্রতিবেদন:  অক্সফোর্ডের টিকায় ছাড়পত্র দিল ভারত। ছাড়পত্র দিয়েছে বিশেষজ্ঞের টিম। কবে থেকে ভ্যাকসিন দেওয়া হবে বা কোন ভ্যাকসিন ভারতে সবুজ সংকেত পেতে পারে তাই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বৈঠক ছিল আজ। প্রথম ধাপে ৫ কোটি ভারতীয় টিকা পাবে। জানা গিয়েছে, দাম হতে পারে ১০০০ টাকার কম। 

সূত্র জানিয়েছে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় তৈরি অক্সফোর্ড Covid -19 ভ্যাকসিন সরকার কর্তৃক নির্ধারিত বিশেষজ্ঞদের একটি প্যানেলে সবুজ সংকেত পেয়েছে। ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলকে (ডিসিজিআই) অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছিল।  

আরও পড়ুন: শনিবার মধ্যমগ্রাম, দত্তাবাদ ও আমডাঙায় করোনা টিকার প্রথম ড্রাই রান

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মার মেজর অ্যাস্ট্রাজেনেকা কর্তৃক তৈরি কোভিশিল্ড তৈরি করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। ভারত বায়োটেক কো-ভ্যাক্সিনের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর সঙ্গেও কাজ করছে সিরাম।

অন্যদিকে ফাইজার জানিয়েছে, তারা ভ্যাকসিন সংক্রান্ত চূড়ান্ত তথ্য দিতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। 

.