ওয়েব ডেস্ক: পুরুষ হোক কিংবা নারী, অকালে চুল পেকে যাওয়ার সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। চিকিত্‌সকেরা বলেন, অকালে চুল পেকে যাওয়ার সমস্যা অনেক কারণে হতে পারে। হরমোনের কারণে হতে পারে, অনিয়মিত লাইফস্টাইলের জন্য হতে পারে। আবার জিনগত ক্ষেত্রেও হতে পারে। তবে এবার ভয় পাইয়ে দেওয়ার মতো তথ্য প্রকাশ করলেন গবেষকেরা।


জিওতে রিচার্জ করেছেন, কিন্তু মেসেজ আসেনি? কীভাবে বুঝবেন আপনার রিচার্জটি আদৌ হয়েছে কীনা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গবেষকেরা বলছেন, যে সমস্ত পুরুষদের অকালে চুল পেকে যাওয়ার সমস্যা রয়েছে, তাঁদের হৃদরোগের সম্ভাবনাও বেশি রয়েছে। তাঁরা সমীক্ষায় দেখেছেন, যে সমস্ত রোগীরা অকালে চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন, তাঁরা বিভিন্ন প্রকার হৃদরোগেও আক্রান্ত হন। এছাড়া, হাইপারটেনশন, ডায়াবিটিস, ডিসলিপিডেমিয়ার মতো অসুখেও আক্রান্ত হতে পারেন।


তাই, আপনিও যদি অকালে চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন, তাহলে এখনই চিকিত্‌সকের সঙ্গে পরামর্শ করুন। এবং যত তাড়াতাড়ি সম্ভব রোগমুক্ত হন।


কলাপাতায় খান, ডেঞ্জারাস সব রোগ আপনার ধারেকাছে ঘেঁষবে না