নিজস্ব প্রতিবেদন: কোভিডের প্রকোপ খানিকটা কমতেই গা ঢিলেমি ভাব জনমানসে। অনেকেই মাস্ক পরছেন না। মানছেন না কোভিড বিধিও। উৎসবের মরসুম শুরুর আগে এই প্রবণতা বিপজ্জনক হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান,'করোনার দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ধরা পড়েছে ৪৩ হাজার ২৬৩ জনের। তার মধ্যে কেরলের ৩২ হাজার জন। গোটা দেশের আক্রান্তের ৬৮ শতাংশই দক্ষিণের রাজ্যের। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব বলেন,'করোনার নিম্নগামী হওয়ার প্রবণতা ৫০ শতাংশের কম। প্রথম ঢেউয়ের ক্ষেত্রেও তা দেখা গিয়েছিল। আমরা এখনও দ্বিতীয় ঢেউ দেখতে পাচ্ছি। এটা শেষ হয়নি।'                           


উৎসবের আগে ব্যাপক টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। তারা জানিয়েছে, মে মাসে প্রতিদিন ২০ লক্ষ টিকা দেওয়া হচ্ছিল। তা সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ৭৮ লক্ষ। মে মাসের ৩০ দিনের চেয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বেশি টিকা দেওয়া হয়েছে।


উৎসবে বাড়ির বাইরে বেরোতে বারণ করছেন আইএসিএমআর প্রধান বলরাম ভার্গব। তাঁর কথায়,'উৎসবের উদযাপন নিয়ন্ত্রিত থাকলে করোনার সংক্রমণ এড়ানো যাবে। দায়িত্ব নিয়ে সফর করুন।   


আরও পড়ুন- Covid-19: ৯৬.৬% মৃত্যু ঠেকাতে সক্ষম টিকার একটা ডোজই, জানাল কেন্দ্র


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)