Covid-19: ৯৬.৬% মৃত্যু ঠেকাতে সক্ষম টিকার একটা ডোজই, জানাল কেন্দ্র

করোনার সঙ্গে ডেঙ্গি নিয়েও সতর্ক করেছেন ভিকে পল। 

Updated By: Sep 9, 2021, 06:40 PM IST
Covid-19: ৯৬.৬% মৃত্যু ঠেকাতে সক্ষম টিকার একটা ডোজই, জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: কোভিডে আক্রান্তম (Covid-19) হয়ে মৃত্যু রুখতে ৯৬.৬ শতাংশ কার্যকরী টিকার প্রথম ডোজ (Covid Vaccine)। জোড়া ডোজ নিলে সেই কার্যকারিতা পৌঁছবে ৯৭.৫ শতাংশে। এপ্রিল থেকে অগাস্টের তথ্য পর্যালোচনার পর বৃহস্পতিবার এমনটা জানাল কেন্দ্রীয় সরকার। তারা জানাল, এপ্রিল থেকে মে মাসে মাসের মধ্যে বেশিরভাগ মৃত্যুই হয়েছে টিকা না নেওয়া ব্যক্তিদের। 

টিকা নেওয়ার পর কোভিডে আক্রান্ত (Covid Cases) হচ্ছেন অনেকে। তবে টিকার দু'টি ডোজ নেওয়া থাকলে রোগী মারা যাবেন না বা হাসপাতালে ভর্তি করার দরকার পড়বে না। কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভিকে পল (VK Paul) বলেন, 'ভাইরাসের মোকাবিলায় টিকা গুরুত্বপূর্ণ বর্ম। দেশে টিকার (Covid Vaccine) অভাব নেই। সাধারণ মানুষকে জলদি টিকা নেওয়ার অনুরোধ করছি। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ নিলে করোনায় মৃত্যুর সম্ভাবনা থাকবে না।'                  

করোনার সঙ্গে ডেঙ্গি নিয়েও সতর্ক করেছেন ভিকে পল (VK Paul)। উত্তরপ্রদেশে শিশুদের মৃত্যুর কারণও হচ্ছে ডেঙ্গি। ভিকে পল বলেন,'মশাবাহিত রোগ বাড়ছে। আমাদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গি জটিল রোগ। কোনও টিকা নেই। কোভিডের সঙ্গে এর মোকাবিলাও করতে হবে।'         

আরও পড়ুন- Covishield-র দু'টি ডোজের মধ্যে ৮৪ দিনের অন্তর সেরা ফল দিচ্ছে, আদালতে জানাল কেন্দ্র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.